Hardik Pandya. ( Photo Source – Mumbai Indians )
আইপিএলের নিলাম শুরু হওয়ার বেশ কয়েকদিন আগেই সকলকে চমকে দিয়ে বিরাট টাকার অঙ্কে মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই থেকেই শুরু হয়েছিল নানান গুঞ্জন। অবশেষে সেই আশাঙ্কাকেই সত্যি করে রোহিত শর্মার পরিবর্ত হার্দিক পান্ডিয়াকেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদে বসানো হয়েছিল। প্রায় তিন বছর পর ফের মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে নতুন দায়িত্বও এসেছে তাঁর কাঁধে। সোমবার রাত থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রস্তুতি শুরু করে দিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এখন শুধুই তাঁর বাইশগজে নামার অপেক্ষায় রয়েছেন সকলে।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একসময় রোহিত শর্মার নেতৃত্বে খেলেছেন হার্দিক পান্ডিয়া। সেই সময় বহু ভাল পারফরম্যান্সও দেখিয়েছিলেন তিনি। এরপরই সকলকে চমকে দিয়ে ২০২২ সালে গুজরাত টাইটান্স শিবিরে গিয়েছিলেন এই তারকা ভারতীয় অল রাউন্ডার। তাঁর হাত ধরেই প্রথমবারই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। ২০২৩ সালেও হার্দিকের নেতৃত্বে গুজরাত টাইটান্স দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল। এবার হার্দিকই ফের মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন। সোমবারই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। এবার ব্যাট হাতে মুম্বই ইন্ডিয়ান্সের নেট সেশনে নেমে পড়লেন এই তারকা ক্রিকেটার।
রোহিত শর্মার পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া
এই মুহূর্তে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের মাঝেই চোট পেয়ে চিটকে গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডার। সেই কারণে বিশ্বকাপের বাকি ম্যাচে দেখা যায়নি তাঁকে। শোনাযাচ্ছে নচুন বছরেই আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সিতে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের পরই হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সে য়াওয়া নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যিই হয়েছে। হার্দিক পান্ডিয়াকে বিরাট টাকার অঙ্কের বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্স তুলে নিয়েছিল গুজরাত টাইটান্স থেকে।
চোট সারিয়ে হার্দিক পান্ডিয়া এখন একেবারেই সুস্থ। কয়েকদিন আগেই একটি ঘরোয়া টি টোয়েন্টি প্রতিযোগিতায় নেমেছিলেন তিনি। এবার আইপিএল দিয়েই বাইশগজে প্রত্যাবর্তন হতে চলেছে ভারতীয় দলের এই চারকা অল রাউন্ডারের। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে তিনি ফের তাদের সোনালী দিন ফিরিয়ে দিতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।
মুম্বই ইন্ডিয়ান্সের বহু ভাল পারফরম্যান্স রয়েছে হার্দিক পান্ডিয়ার। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। সেখানেই তাঁর ব্যাট থেকে এসেছে ১৪৭৬ রান। ৪টি অর্ধশতরান করার পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে হার্দিক পান্ডিয়ার ঝুলিতে রয়েছে ৪টি অর্ধশতরান। এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪২টি উইকেটও রয়েছে হার্দিক পান্ডিয়ার। তবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এখনও পর্যন্ত সেঞ্চুরী নেই হার্দিকের। সেটাই এবার হয় কিনা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রস্তুতি শুরু হার্দিক পান্ডিয়ার appeared first on CricTracker Bengali.