Stadium Fireworks. ( Image Source: X(Twitter)
বায়ুদূষণের কথা মাথায় রেখে এবার বিরাট সিদ্ধান্ত নিল বিসিসিআই। বিশ্বকাপের আগামী ম্যাচ গুলোতে মুম্বই ও দিল্লিতে ম্যাচের মাঝপথে কিংবা ম্যাচের শেষে কোনওররকম বাজী প্রদর্শনী হবে না। এই মুহূর্তে এই দুই শহরেই বায়ুদূষণের মাত্রা উর্ধ্বমুখী। সেই কথা বিচার করেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির সঙ্গে আলোচনার পর বুধবারই সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। ২ নভেম্বর এই মুম্বইয়েই মাঠে নামতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। সেই ম্যাচে দেখা যাবে না কোনও আতসবাজী প্রদর্শনী।
কয়েকদিন আগেই মুম্বইয়ের বায়ুদূষণের পরিস্থিতি নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছিল মুম্বই হাইকোর্ট। সেই পরিস্থিতি দেখার পরই আসিসির সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। পরিস্থিতি পর্যালোচনা করার পরই শেষপর্যন্ত মুম্বই ও দিল্লিতে ম্যাচের মাঝে এবং শেষে কোনওরকম আতসহবাজী প্রদর্শন না করার সিদ্ধান্তই গ্রহন করা হয়েছে। ২ নভেম্েবর ওয়েংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারতীয় দল। অন্যদিকে ৬ নভেম্বর দিল্লিতে নামবে বাংলাদেশ। সেই দুই মাঠেই আর আতসবাজী দেখা যাবে না।
পরিবেশ দূষণের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বিসিসিআইয়ের
এবারের বিশ্বকাপের মঞ্চে ম্যাচ শেষে আতসবাদীর ব্যবস্থা রেখেছিল বিসিসিআই। ম্যাচ শেষ হওয়ার পরই দেখা যাচ্ছিল যে স্টেডি.ামের চারদিক থেকে আতসবাজী প্রদর্শন হচ্ছে। বিশ্বকাপের অন্যতম আকর্ষণও হয়ে উঠেছে এই আতসবাদী প্রদর্শন। কিন্তু পরিবেশের কথা ভেবে শেষ পর্যন্ত বিশ্বকাপের েই দুই ভেন্যুতে আতসবাজীর প্রদর্শন বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআই ও আইসিসির তরফে। যদিও বাকি ভেন্যু নিয়ে অবশ্য খুব একটা অসুবিধা নেই।
এই প্রসঙ্গে জয় শাহ জানিয়েছেন, এই মুহূর্তে মুম্বই ও নিউ দিল্লিতে বায়ুদূষণের পরিমা নিয়ে সঠিকভাবেই অবগত রয়েছে বিসিসিআই। অবশ্যই আমরসা বিশ্বকাপ ঘিরে উতসবের আমেজ রাখার বারক্তা আইসিসিকে দিয়েছি। কিন্তু সেইসঙ্গে আমাদের পরিবেশ ও বায়ুদূষণ নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে। সেই দিকেই বিশেষ নজর দেওয়াটা আমাদের কাছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এই মুহূর্তে ভারতের মাটিতে জমজমাট বিশ্বকাপের আসর। শেষপর্যন্ত সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট কাদের মাথায় উঠবে তা তো সময়ই বলবে। বিশ্বকাপের সঙ্গে চলচে আতসবাদীর প্রদর্শণও। তবে বায়ুদূষণের খাত ভেবে এই দুই ভেন্যুতে তা বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
The post মুম্বই ও দিল্লিতে ম্যাচ শেষে আতসবাজীর প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত বিসিসিআইয়ের appeared first on CricTracker Bengali.










