Ajaz Patel. ( Image Source: Twitter )
সুযোগ পেয়েও মোমিনুল হককে মানকড় আউটের শিকার বানালেন না নিউ জিল্যান্ডের তারকা স্পিনার আজাজ পটেল। মঙ্গলবার থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নেমেছে বাংলাদেশ। সেখানে অবশ্য প্রথম দিনই ৩০০ রানের গন্ডী টপকাতে পারলেও. ৯ উইকেট খুইয়ে একেবারে স্বস্তিতে নেই তারা। সেই ম্যাচেই স্পোর্টসম্যান স্পিরিটের পরিচয় দিলেন নিউ জিল্যান্ডের অন্যতম স্পিনার আজাজ পটেল। বাংলাদেশের মোমিনুল হককে মানকড় আউট করার সুযোগ পেয়েও ছেড়ে দিলেন আজাজ পটেল। সতর্ক করেউ ফিরে গেলেন ফের বোলিং করতে।
এই মুহূর্তে ক্রিকেের নিয়মের মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হল মানকড় আউট। আগে এই আউটকে স্পিরিট অব দ্য ক্রিকেটের বিপক্ষে বলা হলেও, বর্তমানে এই আউট একেবরেই বৈধ বলে জানিয়ে দিয়েছে এমসিসি। ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে দেশের জার্সি, বিভিন্ন ক্ষেত্রেই বোলারদের এই সুযোগ কাজে লাগাতেদেখা গিয়েছে সম্প্রতি। এদিন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেও এমন একটা ঘটনা দেখাই যেত। কিন্তু নিউ জিল্যান্ডের আজাজ পটেল অবশ্ সেই রাস্তায় হাঁটেননি। বরং ননস্ট্রাইকার এন্ডে থাকা মোমিনুল হককে সাবধান করে দিয়েছেন তিনি।
বাংলাদেশের বিরুদ্ধে এদিন ২ উইকেট তুলে নিয়েছেন আজাজ পটেল
এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিবেন বাংলাদেশ অধিনায়.ক নাজমুল হোসেন শান্ত। এই ঘটনাটা ঘটে ম্যাচের প্রথম ইনিংসের ৩৯ তম ওভারে। সেই সময়ই বোলিংয়ে এসেছিলেন নিউ জিল্যান্ডের বাঁ হাতি স্পিনার আজাজ পটেল। তিনি যখন বোলিং করতে যান সেই মুহূর্তে নন স্ট্রাইকার এ্ন্ডে ছিলেন মোমিনুল হক। আজাজ পটেলের কাছে তাঁকে মানকড় আউট করার সম্পূর্ণ সুযোগ ছিলেন। কিন্তু সেই পরিস্থিতিতে স্পোর্টসম্যান স্পিরিটই দেখিয়েছিলেন। মোমিনুল হককে মানকড় আউট না করে, সাবধান করেই বোলিংয়ে ফিরে যান এই কিউই বোলার।
Ajaj Patel warned Mominul against mancad out.#BANvNZ pic.twitter.com/P0sOQ0o3Fk
— T Sports (@TSports_bd) November 28, 2023
আর সেই ছবিই যেন সকলের নজর কেড়ে নিয়েছে। আজাজ পটেলের এমন ব্যবহারে আপ্লুতও সকলে। মোমিনুলকে তিনি ঈউট না করেলও বাংলাদেশের এই ব্যাটার অবশ্য নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেননি। মাত্র ৩৫ রানেই সাজঘরে ফিরে গিয়েছে। মাহমুদুল হাসান জয়ের ৮৬ রান বাদ দিয়ে কেউই এদিন আর অর্ধশতরান করতে পারেনি বাংলাদেশের হয়ে।
প্রথম দিনের শেষে ৯ উইকেট হারিয়েছে বাংলাদেশ। রান করতে পেরেছে ৩১০। দিনের শেষে ক্রিজে রয়েছেন তাইজুন ইসলাম এবং শোরিফুল ইসলাম। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
The post মোমিনুল হককে মানকড় আউটের সুযোগ পেয়েও আউট করলেন না আজাজ পটেল appeared first on CricTracker Bengali.










