Shakib al Hasan. (Photo by Gareth Copley/Getty Images)
ভারত বনাম বাংলাদেশ ম্যাচ সুরু হতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কিন্তু তার আগেও বাংলাদেশ অধিনায়ক সাকিব অল হাসানেক কেলা ঘিরে জল্পনা কমছে না। এখনও পর্যন্ত তিনি পুরোপুরি ম্যাচ ফিট কিনা তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। ভারতের বিরুদ্ধে তিনি নামতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সদস্যরা। শোনাযাচ্ছে এখনও পর্যন্ত নাকি পুরোপুরি সুস্থ নন তিনি। তাঁর নাকি দৌড়ের জায়গায় খানিকটা হলেও সমস্যা হচ্ছে। ম্যাচের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত।
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে বাংলাদেশ। শেষ দুটো ম্যাচেই হেরে গিয়েছিল বাংলাদেশ বাহিনী। সেখানেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে চোট পেয়েছিলেন সাকিব অল হাসান। সেই চোট সারিয়েই তিনি ভারতের বিরুদ্ধে নামতে পারবেন কিনা তা নিয়ে চলছে নানান কথাবার্তা। নেট সেশনে নামলেও সাকিব অস হাসানের নাকি দৌড়তে সমস্যা হচ্ছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ভারতের বিরুদ্ধে তিনি নামতে পারবেন কিনা তা নিয়েও জল্পনা এখনও তুঙ্গে রয়েছে।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই চোট পেয়েছিলেন সাকিব অল হাসান
এই প্রসহ্গে ইন্ডিয়া টু়ডেকে বাংলাদেশের টিম ডিরেক্টরের তরফে জানানো হয়েছে, “তিনি ঠিকই রয়েছেন। তাঁর এখনও পর্যন্ত কোনওরকম যন্ত্রনা নেই। কিন্তু দৌড়তে বেশ সমস্যা রয়েছে সাকিব অল হাসানের। ম্যাচের আগেই তাঁর ফিটনেস দেখতে হবে। সেজন্যই আমরা ঠিক করেছি যে মাঠেই তাঁর ফিটনেস পরীক্ষা করে দেখে নেব আমরা। এরপরই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা”।
এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ৩ উইকেট তুলে নিয়েছিলেন সাকিব অল হাসানষ যদিও পরের দুই ম্যাচে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেননি এই তারকা ক্রিকেটার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে ৫৪ রান দিয়ে মাত্র একটি উইকেটই তুলতে পেরেছিলেন বাংলাদেশের অধিনায়ক। সব মিলিয়ে তিন ম্যাচ মিলিয়ে মাত্র পাঁচটি উইকেটই তুলতে পেরেছিলেন সাকিব অল হাসান।
ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে পরিসংখ্যানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এখনও পর্যন্ত বিশ্বকাপে চারবারের সাক্ষাতে তিনবারই জয় পেয়ছে ভারতীয় দল। সেই ধারাই বাংলাদেশের বিরুদ্ধে যে তারা ধরে রাখতে চাইছে তা বলার অপেক্ষা রাখে না। অনম্যদিকে বাংলাদশও সেই ব্যবধান এবার কমাতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post ম্যাচ শুরুর আগেই সাকিব অল হাসানকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত appeared first on CricTracker Bengali.










