Yashasvi Jaiswal. (Photo Source: Seb Daly/Sportsfile via Getty Images)
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে এক বলও খেলা হয়নি। বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচ। এই সিরিজেও ভারতীয় দলের ওরপেনার হিসাবে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও, যশস্বী জয়সওয়ালকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে যশস্বী জয়সওয়াল ভারতীয় দলের হয়ে প্রতি ফর্ম্যাটেই খেলার জন্য প্রস্তুত। তাঁকে নিয়ে কার্যত উচ্ছ্বসিত প্রাক্তন এই কিংবদন্তী ক্রিকেটার।
এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স প্রদ্রশন করেছিলেন যশস্বী জয়সওয়াল। এবারের আইপিএসে রাজস্থান রয়্যালস প্লেঅফে পৌঁছতে না পারলেও এই তরুণ ক্রিকেটার কিন্তু নিজের পারফরম্যান্সের ছাপ রেখেছেন। প্রতি ম্যাচেই রাজস্থান রয়্যালসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছিলেন তিনি। এবারের আইপিএলের মঞ্চে ১৪ ম্যাচ খেলে ৬২৫ রান করেছিলেন যশস্বী জয়সওয়াল। বাঁহাতি এই তরুণ ক্রিকেটারের এমন পারফরম্যান্স দেখে কার্যত আপ্লুত হয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার। দেশের জার্সিতেও যশস্বী জয়সওয়ালকে নিয়ে উচ্ছ্বসিত সুনীল গাভাসকর।
দেশের জার্সিতে টি টোয়েন্টি ফর্ম্যাটে ৩৭০ রান রয়েছে যশস্বী জয়সওয়ালের
এবারের আইপিএলের মঞ্চে সেঞ্চুরী ইনিংস খেলার পাশাপাশি প্রতি ম্যাচেই য।শস্বীর ব্যাটে ছিল রানের ঝলক। সেইসঙ্গে তাঁর স্ট্রাইকরেট ছিল ১৬৩.৬১। ২০২১ সাল ও ২০২২ সালেও যশস্বী জয়সওয়ালের স্ট্রাইকরেট ছিল ১৪৮.২১ এবং ১৩২.৯৯। দেশের জার্সিতে অভিষেকের সঙ্গেও সেই একই পারফরম্যান্সের ধারা অব্।হত রেখেছেন যশস্বী জয়সওয়াল। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ওপেনিংয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর পারফরম্যান্স দেখার পর থেকে আপ্লুত ভারতীয় দলের প্রাক্তন এই তারকা ক্রিকেটার। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
সুনীল গাভাসকর জানিয়েছেন, যশস্বী জয়সওয়াল একজন অসাধারণ প্রতিভা এবং সেইসঙ্গে ভারতীয় দলের ওপেনিংয়ে বাঁহাতি ব্যাটার হিসাবেও অত্যন্ত কার্যকর তিনি। তিনি শুধুমাত্র বল দেখেন এবং নিজের শট খেলার চেষ্টা করেন। আর সেই কাজটাই অত্যন্ত ভালভাবে করতে পারেন যশস্বী জয়সওয়াল। এমনকী টেস্টের মঞ্চেও সেঞ্চুরী ইনিংস খেলেছেেন তিনি। ভারতের হয়ে সব ধরণের ফর্ম্যাটে তিনি কিন্তু একজন সম্ভাবনাময় ক্রিকেটার।
দেশের জার্সিতে এখনও পর্যন্ত ১৩টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যশস্বী জয়সওয়াল। সেখানেই তাঁর হাত থেকে এসেছে একটি সেঞ্চুরী এবং দুটো অর্ধশতরান। ১৩ ম্যাচ খেলে তাঁর ঝুলিতে রয়েছে ৩৭০ রান। এছাড়া দেশের হয়ে এখনও পর্যন্ত মাত্র দুটো টেস্ট ম্যাচ খেলেছেন যশস্বী জয়সওয়াল। সেখানেই তাঁর ঝুলিতে রয়েছে ২৬৬ রান। সেখানেও একটি সেঞ্চুরী রয়েছে যশস্বীর। আগামী দিনেও তাঁকে নিয়ে আশাবাদী সুনীল গাভাসকর।
The post যশস্বী জয়সওয়ালকে নিয়ে আশাবাদী প্রাক্তন তারকা সুনীল গাভাসকর appeared first on CricTracker Bengali.










