Rohit Sharma Watching Ranji Final. ( Image Source: BCCI Domestic )
কয়েকদিন আগেই শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ৪-১-এ সেই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ শেষ হওয়ার পরই রঞ্জি ট্রফির আসরে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। না ব্যাট হাতে মাঠে নামেননি। রঞ্জি ট্রফি ফাইনালে মুম্বই বনাম বিদর্ভ ম্যাচে দর্শকাসনে উপস্থিত ভারতীয় দলের তারকা ক্রিকেটার। ফাইনালের মঞ্চে শেষপর্যন্ত মুম্বই জিততে পারে কিনা সেটা তো সময়ই বলবে। তবে রোহিত শর্মা কিন্তু তাঁর দলকে সমর্থন করার জন্য এদিন উপস্থিত হয়েছেন।
শুধুমাত্র রোহিত শর্মাই নন। এদিন ফাইনালের মঞ্চে মুম্বইয়ের পারফরম্যান্স দেখার জন্য উপস্থিত হয়েছিলেন মাস্টার ব্লাস্টারও। এই দুই তারকা ক্রিকটারের উপস্থিতিতে যে রঞ্জি ট্রফির ফাইনালের উন্মাদনা আরও কয়েক গুন বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সোমবার থেকেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেখানেই যোগ দিয়েছেন এবার রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রস্তুতি শুরু করা আগেই মুম্বইয়ের ড্রেসিংরুমে ভারতীয় দলের তারকা অধিনায়ক।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রস্তুতিতে যোগ দেওয়ার আগে রঞ্জি ফাইনালে রোহিত শর্মা
কয়েকদিন আগেই ক্রিকেটারদের রঞ্জি ট্রফি খেলা নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে বোর্ডের তরফে। ঘরোয়া ক্রিকেট কতটা খেলা গুরুত্বপূর্ণ, এই প্রচেষ্টায় বিসিসিআইয়ের সঙ্গে রয়েছেন রোহিত শর্মাও। তাঁর মুখেও বহুবারই ঘরোয়া ক্রিকেটের কতা শোনা গিয়েছে। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আপাতত আইপিএলের মাঝে বেশ কয়েকটা দিনের বিরতি রয়েছে। সেই সময়ই রঞ্জি ট্রফির ফাইনালের মঞ্চে রোহিত শর্মা। আর সেই থবিই সোশ্যাল মিডিয়াতে কার্যত ভাইরাল।
Look who’s here!#TeamIndia Captain Rohit Sharma witnessing the #RanjiTrophy summit clash 👌🏻👌🏻@ImRo45 | #RanjiTrophy | @IDFCFIRSTBank | #Final | #MUMvVID
Follow the match ▶️ https://t.co/k7JhkLhOID pic.twitter.com/CIP1KGkENF
— BCCI Domestic (@BCCIdomestic) March 12, 2024
রঞ্জি ট্রফির সেমিপাইনাল থেকেই মুম্বইয়ের হয়ে খেলছেন শ্রেয়স আইয়ার। যদিও সেনমিফাইনালের মঢ্চে এবং ফাইনাের প্রথম ইনিংসে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। তবে এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত অধিনায়কের সামনেই দুরন্ত ইনিংস খেললেন তিনি। বিদর্ভের বিরুদ্ধে ৯৫ রানের ইনিংস খেলেছেন শ্রেয়স আইয়ার। আর সেটাই যে মুম্বইয়ে বড় রানের পথে এগিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
একইসঙ্গে এদিনই মুম্বইয়ের হয়ে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন মুশির খান। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স দেখানোর পর এই ম্যাচেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ১৩৬ রানের ইনিংস খেলেছেন মুসির খান। সেইসঙ্গে ৭৩ রানের ইনিংস খেলেছেন অজিঙ্ক রাহানে। দিনের শেষে বিদর্ভের রান বিনা উইকেটে ১০। জিততে হলে তাদের প্রয়োজন এখনও ৫২৮ রান।
The post রঞ্জি ট্রফি ফাইনাল দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.