Yashasvi Jaiswal and Ruturaj Gaikwad. ( Photo Source: X(Twitter) )
গুয়াহাটিতে জিততে পারলেই সিরিজ নিজেদের পকেটে পুরতে পারত ভারতীয় দল। সেই সুযোগও ছিল টিম ইন্ডিয়ার সামনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট রানের পাহাড় তৈরি করেও শেষরক্ষা করতে পারল না তারা। বোলারদের ব্যর্থতার জেরেই শেষপর্যন্ত হারতে হয়েছে ভারতীয় দলকে। সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে ৫ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় দল। সেই ম্যাচে হারের পিছনে শিশির সমস্যাকেই প্রধান দায়ী করছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়। তাঁর মতে মাঠের শিশির সমস্যাই বোলারদর সবচেয়ে বেশী সমস্যায় ফেলেছিল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচেই বড় জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। তৃতীয় টি টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট রান করেছিল ভারতীয় দল। সেখানেই ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন ভাতীয় দলের তরুণ ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়। তাঁর সেঞ্চুরীতে ভর করেই ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিল ২২২ রান। গুয়াহাটিতে জয়ের জন্য এই রান যে যথেষ্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেখানেই শিশির সমস্যা ভারতীয় বোলারদের কাজটা অনেকটা কঠিন করে দিয়েছিল বলে মনে করছেন রুতুরাজ গায়কোয়াড়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন রুতুরাজ গায়কোয়াড়
এই ম্যাচ হারের জন্য কখনোই পুরোপুরি বোলারদের দোষ দিতে নারাজ এই তারকা ক্রিকেটার। তাঁর মতে শিশির সমস্যার জেরে বোলাররা সেভাবে বল গ্রুপ করতে পারছিল না। আর তাতেই বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছিল ভারতীয় দলের বোলারদের। এই সিরিজে দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় বারবারই নাকি বোলাররা এমন সমস্যায় পড়েছেন। ভেজা বলেই বল করতে হচ্ছিল বোলারদের। আর সেই কারণেই এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে ভারতীয় দলকে।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রুতুরাজ গায়কোয়াড় জানিয়েছেন, “আমার মনে হয় না এটা নিয়ে চিন্তা করার মতো কোনও ব্যপার রয়েছে। কারণ বেশীরভাগ সময়টাই ভেজা বলে বোলিং করতে হয়েছে বোলারদের। এটা সত্যিই অত্যন্ত কঠিন ছিল। এমন পরিস্থিতিতে এক ওভারে ১২ রান কিংবা ১৩ থেকে ১৪ রান পাওয়াই যেতে পারে। সকলেই দেখেছে যে প্রথম ম্যাচে আমরা কত সহজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১০ রান তাড়া করে জিতে গিয়েছিলাম। এই মুহূর্তে পরিস্থিতি বোলারদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এটকে মেনে নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে”।
ভারতের বিরুদ্ধে এদিন গ্লেন ম্যাক্সওয়েল ছিলেন বিধ্বংসী ফর্মে। সেখানেই তাঁর ব্যাট থেকে ছিল একের পর এক বড় শট। তাঁর সেঞ্চুরী ইনিংসে ভর করেই ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
The post রুতুরাজ গায়কোয়াড়ের মতো শিশিরের জন্যই কাজ কঠিন হয়েছিল বোলারদের appeared first on CricTracker Bengali.










