Dean Elgar. (Photo Source: Sydney Seshibedi/Gallo Images)
বিশেষজ্ঞরা মনে করছেন রোহিত শর্মার একটি বড় ভুলের কারণে ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষে প্রোটিয়াদের সামনে কিছুটা অস্বস্তিজনক অবস্থায়। অনেকেই মনে করছেন লাঞ্চের পরে উইকেটে থিতু হয়ে পড়া টনি জর্জি ও এলগারকে চাপে রাখতে দরকার ছিল সিরাজ আর বুমরাহর আগুনে স্পেলের। হয়ত সেই বিষয়টি আন্দাজই করতে পারেননি রোহিত। যদিও এখনো অবধি হতাশ হওয়ার মতো পরিস্থিতি নয়।
তবুও বুধবার সেঞ্চুরিয়ান এ ভারতীয় দলের বোলিং দেখে খুশি হতে পারেননি অনেক প্রাক্তন ক্রিকেটার। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৫৬ রান ৫উইকেট হারিয়ে। অর্থাৎ হিসেব মতো টেম্বা বাভুমার দল ভারতের থেকে ১১ রানে এগিয়ে রয়েছে। ম্যাচের শেষ পর্বে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর উইকেট প্রাপ্তির পরেও ভারতকে কিছুটা নড়বড়েই দেখাচ্ছে। এই মুহূর্তে দেখার অন্যতম বিষয় যে বাকি তিন দিনে রোহিত শর্মা কিভাবে ম্যাচটিকে নিয়ন্ত্রণে রাখতে পারে।
বিদেশের মাটিতে এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের অন্যতম ত্রাতা হয়ে উঠেছেন কে এল রাহুল।
নিজের সেঞ্চুরি করে তিনি দলের প্রতি দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন। তিনি যে পরিস্থিতি থেকে ভারতীয় দলকে এই জায়গায় তুলে এনেছেন তা এক কথায় অনবদ্য বলা চলে। সাম্প্রতিক সময় ভারতীয় দলের অন্যতম দুর্বলতা হল, কোহলি ও রাহুল ছাড়া কেউ নিয়মিত রান পাচ্ছেন না। তাই সমস্ত চাপ গিয়ে পড়ছে বোলারদের উপর। সেঞ্চুরিয়ানের যে পিচের ২২ গজে ক্রমাগত আগুন ঝরাচ্ছিলেন কাগিসো রাবাডা, সেখানেই কার্যত নির্বিষ দেখালো প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুরদের। বুমরাহ যদিও কিছুটা ভালো বল করে উইকেটে নিজের ছাপ রেখে যান। কিন্তু সদ্য অভিষেক হওয়া কৃষ্ণা ও শার্দুল উইকেটে ডিন এলগারকে রীতিমতো থিতু হওয়ার সুযোগ করে দেয়। এইখানেই কেউ কেউ অভিযোগ করছেন রোহিত শর্মার ম্যাচ রিডিংয়ে কিছু ভুল রয়েছে। দিনের শুরুটা মেঘলা থাকলেও পরে আবহাওয়া পরিষ্কার হয়ে গিয়েছে। রোদের মুখ দেখা গিয়েছে। উইকেটও খানিকটা হলেও ব্যাটিং সহায়ক মনে হচ্ছে। এই পরিস্থিতিতে লাঞ্চের পর অভিজ্ঞ বোলার হিসেবে বুমরাহকে ফিরিয়ে আনা উচিত ছিল বলেই মনে করছেন অনেকে। তুলনামূলকভাবে রোহিত সেখানে আস্থা রাখলেন সদ্য অভিষেক হওয়া কৃষ্ণা আর শার্দুলের উপর। যার ফলে পিচে আরো জাঁকিয়ে বসলেন এলগার। অশ্বিনের পিন যে এহেন উইকেটে যে কোনও প্রভাব ফেলবে না তা বলাই বাহুল্য। কেউ কেউ মনে করছেন, রোহিতের এই ভুল চালের কারণেই নবাগত বেডিংহ্যাম পর্যন্ত ৫৬ রান করতে সক্ষম হয়েছে। যদিও সবাই আশাবাদী যে ভারত ম্যাচ থেকে এখনো হারিয়ে যায়নি। বৃহস্পতিবার সকালে দ্রুত পাঁচ উইকেট তুলে নিলে বড় রানের দিকেই এগোবে ভারতীয় দল।
The post রোহিতের ভুল সিদ্ধান্তের ফসল ডিন এলগারের সেঞ্চুরি appeared first on CricTracker Bengali.