Virat Kohli and Rohit Sharma. (Photo Source: Kai Schwoerer/Getty Images)
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল ভারত। এই ম্যাচটির পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আর খেলতে দেখা যায়নি। সম্প্রতি, দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। বিরাট এবং রোহিত এই সফরে টি-২০ এবং ওডিআই সিরিজে খেলবেন না।
২০২৪ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই টুর্নামেন্টে খেলবেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আশিস নেহেরা মনে করছেন যে বিরাট এবং রোহিত যদি ফিট থাকেন তাহলে তারা টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ খেলবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ ম্যাচের আগে আশিস নেহেরা জিও সিনেমায় বলেন, “রোহিত শর্মার মতো কেউ, বিরাট কোহলির মতো কেউ, তারা যদি ফিট থাকেন, তাহলে তারা অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা বিশ্বকাপে থাকবেন, আমাদের তাদের ফর্ম নিয়ে আলোচনা করার দরকার নেই।”
“হার্দিক পান্ডিয়া যদি সরাসরি আইপিএলে খেলেন, এটি যেকোনো নির্বাচক কমিটির পক্ষে কঠিন হবে” – আশিস নেহেরা
আশিস নেহেরা মনে করছেন যে হার্দিক পান্ডিয়ার চোট দক্ষিণ আফ্রিকা সফরের আগে নির্বাচকদের জন্য জিনিসপত্র কঠিন করে দিয়েছে। তিনি বলেছেন যে জিনিসপত্র আরও জটিল হয়ে যাবে যদি হার্দিক পান্ডিয়া জানুয়ারি মাসে কামব্যাক না করেন এবং টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর আগে শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ খেলেন।
প্রাক্তন ভারতীয় পেসার বলেন, “আমি অধিনায়কত্ব সম্পর্কে জানি না, এখনও সময় আছে। নির্বাচকদের জন্যও এটি একটি জটিল জিনিস। হার্দিক পান্ডিয়ার চোট রয়েছে এবং তিনি কখন ভারতীয় দলে ফিরে আসবেন সেটা দেখাটা আকর্ষণীয় হবে। হার্দিক পান্ডিয়া যদি সরাসরি আইপিএলে খেলেন, এটি যেকোনো নির্বাচক কমিটির পক্ষে কঠিন হবে।”
বিরাট কোহলি এবং রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে কামব্যাক করবেন। ২৬শে ডিসেম্বর থেকে এই সিরিজটি শুরু হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। অন্যদিকে, ওডিআই সিরিজে অধিনায়কত্ব করবেন কেএল রাহুল। শেষমেশ টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
The post রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফিট থাকলে অবশ্যই টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ খেলবেন, মনে করছেন আশিস নেহেরা appeared first on CricTracker Bengali.










