রোহিত শর্মা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ও জিততে আগ্রহী। বিসিসিআই বেশ কিছুদিন ধরেই ভারতীয় টি-টোয়েন্টি দলকে নতুন ভাবে সাজানোর পরিকল্পনা নিয়েছে। তাদের বিভিন্ন পদক্ষেপে বিষয়টি স্পষ্ট হয়েছে। মূলত তরুণ যুবকদের এই দলে সুযোগ দেয়া হচ্ছে। ভয়ডরহীন ক্রিকেটকে পাথেয় করে এই দল দুরন্ত গতিতে ছুটে চলেছে। তবে এই দলে এই মুহূর্তে সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা কি হতে চলেছে, তা এখনো স্পষ্ট হয়নি বিসিসিআইয়ের তরফে।
বলা যেতে পারে দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার ও বর্তমান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার জন্য এই বছরটা বেশ কিছুটা চ্যালেঞ্জিং ছিল। এশিয়া কাপ জয়ের পাশাপাশি বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কাও সামলাতে হয়েছে জাতীয় দলকে। যেকোনো ফাইনাল হার সেই দলের ক্যাপ্টেনের কাছে যথেষ্ট বেদনাদায়ক। পরবর্তীতে দেখা গেছে আইপিএলের ফ্রাঞ্চাইজি দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। ২০২২সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে আর ভারতের জার্সি গায়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলতে দেখা যায়নি তাকে। স্বাভাবিকভাবেই আগামী বিশ্বকাপের আগে এই তারকা ব্যাটসম্যানের টি-টোয়েন্টি ক্যারিয়ার কিছুটা প্রশ্নের মুখে।
বর্তমানে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের জন্য প্রস্তুতির ফাঁকে, তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা ইঙ্গিতপূর্ণ বার্তা দেন রোহিত।
রোহিতকে জিজ্ঞাসা করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ জয় কী কোনভাবে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের মলম হিসেবে কাজ করবে? তিনি সেক্ষেত্রে সরাসরি বিষয়টি নাকচ করে দেন। এই সিরিজের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক বক্তব্য রেখেও তিনি বলেন, ‘কোনোভাবেই সিরিজ জয় বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের মলম হতে পারে না।’ তিনি এও যোগ করেন যে সিনিয়রদের পাশাপাশি দলের যুব সদস্য যারা প্রথমবার সেঞ্চুরিয়ানের টেস্ট খেলতে এসেছে, তারাও এই সিরিজ জিততে আগ্রহী।
তারপরে তাকে আগামী ছয়মাস পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘এই মুহূর্তে যা একাগ্রতা রয়েছে ক্রিকেটের জন্য, তা আশা করি ছ-মাস পরেও থাকবে। বিশ্বকাপের মতো একটা ময়দানে ভালো ক্রিকেট খেলতে সবাই আগ্রহী থাকবে। সবাই সেই দলে সুযোগ পেতে ইচ্ছুক থাকে।’ তাঁকে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়ে দেন, ‘একজন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আমি আমার মত ভালো ব্যাটিং করার কথাই ভাবি। তাই দল আমাকে যে দায়িত্ব দেয়, সেটি পালন করতে আমি মুখিয়ে থাকি।’ প্রসঙ্গত বহু টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়কত্ব করেছিলেন হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ানসে রোহিতের পরিবর্তে হার্দিককেই অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছে।
এদিন রোহিত বিশ্বকাপ ফাইনালে পরাজয় থেকে বেরিয়ে এসে সামনে এগোনোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘এই ফাইনাল পর্যন্ত আমরা যেভাবে খেলেছি আপনারা সবাই জানেন আমরা এক ইঞ্চিও কাউকে জায়গা ছাড়িনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা সফল হইনি।’ আপাতত তিনি সেঞ্চুরিয়ানের টেস্ট জয়ের লক্ষ্যকেই পাখির চোখ করেছেন।
The post রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগ্রহ প্রকাশ করেছেন appeared first on CricTracker Bengali.