legends. ( Photo Source: Twitter)
বিশ্বকাপের মাঝেই লেজেন্ডস লিগ ক্রিকেটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। সেই ম্যাচের আগের দিনই শুরু হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় মরসুম। প্রাক্তন ক্রিকেটারদের ফের একবার ব্যাট. বল হাতে বাইশগজের লড়াইয়ে দেখা যেতে চলেছে। গতবার চার দল নিয়ে হয়েছিল এই প্রতিযোগিতা। এবার অবশ্য আরও দুটো নতুন দল যুক্ত হয়েছে এই প্রতিযোগিতার সঙ্গে। সাদার্ন সুপারস্টার্স ও আর্বানাইজার্স হায়দরাবাদ।
প্রিয় প্রাক্তন তারকাদের ফের একবার বাইশগজের লড়াইয়ে দেখার সুযোগ রয়েছে সকলের সামনে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে প্রত্যেকে। আগামা ১৮ নভম্বর থেকে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। সেখানেই প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া ক্যাপিটালস ও ভিলওয়ারা কিংস। গতবার এঅই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত জায়ান্টস। ফাইনালের মঞ্চে এশিয়ান লায়ন্সদের হারিয়ে এই প্রতিযগিতা চ্যাম্পিয়ন হয়েছিল তারা। শোনাযাচ্ছে এবারের প্রতিযোগিতায় নাকি নাকি ২০০-এরও বেশী প্রাক্তন ক্রিকেটারদের দেখা যেতে চলেছে।
এবারে ছটি স্টেডিয়ামেই হবে লেজেন্ডস লিগ ক্রিকেট। প্রথম ম্যাচই হবে রাঁচিতে জেএসসিএ স্টেডিয়ামে। সেইসঙ্গে এবারের প্রতিযোগিতার ম্যাচ হবে দিল্লির রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। এছাড়াও বিশাখাপত্তনম, দেহরাদুনে হবে ম্যাচ। শোনাযাচ্ছে ফাইনাল হবে সুরাটে। এই প্রতিযোগিতা ঘিরে বরাবরই সকলের মধ্যে উন্মাদনা দেখা যায়। এবারও যে তার অন্যথা হবে না তা বলার অপেক্ষা রাখে না।
সম্প্রচার বিবরণী
দেশঃ ভারত
টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ সম্প্রচার – ডিজনি + হটস্টার
লেজেন্ডস লিগ ক্রিকেটের স্কোয়াড
ইন্ডিয়া ক্যাপিটালসঃ গৌতম গম্ভীর, দিলহারা ফার্নান্ডো, কার্ক এডওয়ার্ডস, ঈশ্বর পান্ডে, কেভিন পিটারসন, হাসিম আমলা, কেপি অপান্না, মুনাফ পটেল, যশপাল সিং, ভারত চিপলি, প্রবীন তাম্বে, অ্যাশলে নার্স, মর্ণি ফান উইক, মরিচা থেরন, বেন রবার্ট ডাঙ্ক, রিকার্ডো পাওয়েল, ফিডেল অডওয়ার্ডস।
সাদার্ণ সুপারস্টার্সঃ অ্যারণ ফিঞ্চ, উপুল থরঙ্গা, আব্দুর রজ্জাক, জেসি রাইডার, ক্যামেরণ হোয়াইট, পঙ্কজ কুনার রাও, আমিলা আপনসো, রাজেশ বিষ্ণোই, তন্ময় শ্রীবাস্তব, অমিত বর্মা, রস টেলর, ফারভিজ মারুফ, শ্রীলবত্স গোস্বামী, জোহান বোথা, মনবিন্দর বিসলা, অশোক দিন্দা, বিপুল শর্মা, আন্দ্রে ম্যাকার্থি, রামজ খান।
গুজরাত জায়ান্টসঃ পার্থিব পটেল, শ্রীসন্থ, সর্বজিত লাড্ডা, গদিশান্ত ইয়াগনিক, সুলেমান বেন, রায়দ রায়ান, অভিষেক ঝুনঝিনওয়ালা, আহমেদ রাজা, চেরাগ খুরানা, বেন লাফলিন, ক্রিস গেইল, অভিন্যু মিঠুন, কেভিন ওব্রায়ান, এলটন চিগুম্বুরা, রিটার্ড লেভি, লিয়াম প্লাঙ্কেট, সিক্কুগে প্রসন্ন।
মনিপাল টাইগার্সঃ হরভজন সিং, মহম্মদ কাইফ, চ্যাডউইক ওয়ালটন, পারবিন্দর আওয়ানা, মিচেল ম্যাকলেনাঘান, প্রবীন গুপ্ত, কাইল কোয়েতজার, ইমরান খান, এস বদ্রীনাথ, প্রবীন কুমার, কোরি অ্যান্জারসন, রবীন উথাপ্পা, তিসারা পেরেরা, হ্যামিলটন মাসাকাদজা, ডেভিড হোয়াইট, অমিতোজ সিং, কলিন ডি গ্র্যান্ডহোন, পঙ্কজ সিং।
আর্বানাইজার্স হায়দরাবাদঃ সুরেশ রায়না, মর্টিন গাপটিল, ক্রিস্টোফার এমপোফু, পবন সুয়াল, মোহনীশ মিশ্র, জেরম টেলর, সুদীপ ত্যাগী, শিবকান্ত শুক্লা, যোগেশ নাগার, প্রজ্ঞান ওঝা, দেবেন্দ্র বিশু, মিলিন্দ কুমার, ডোয়েন স্মিথ, পিটার ট্রেগো, চামারা কাপুগেদারা, মর্নি মর্কেল, স্টুয়ার্ট বিনি, আসগর আফগান, টিনো সেরা, অমিত পাউনিকর।
ভিলওয়ারা কিংসঃ ইরফান পাঠান, ইকবাল আবদুল্লা, পিনাল শাহ, উইলিয়াম পোর্টারফিল্ড, টিম মুরতাঘ, ক্রিস্টোফার বার্ণওয়েল, অনুরীত সিং, জেসাল কারিয়া. সলোমন মিরে, লেন্ডলে সিমন্স, ধামিকা প্রসাদ, সমৃদ্ধ, তিলকরত্নে দিলশন, ইউসুফ পাঠান, শেন ওয়াটসন, রায়ান সাইডবটম।
The post লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩ঃ স্কোয়াড ও সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.










