Mohammad Kaif. (Photo Source: Twitter)
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এরপর, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ বলেছিলেন যে, “সেরা দল ট্রফি জিততে পারেনি”। তার এই মন্তব্যে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার ডেভিড ওয়ার্নার। এরপর, কাইফ ওয়ার্নারের করা মন্তব্যে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
মহম্মদ কাইফ এক্সে লিখেছিলেন, “এটি এখনও ডুবেনি। একটি এত ভালো দল, সহজেই টুর্নামেন্টের সেরা, ফাইনালে হেরেছে। কিন্তু সবাই রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় এবং বাকি ছেলেদের যাত্রা মনে রাখবে। আপনারা আমাদের গর্বিত করেছেন, আপনারা আপনাদের বিনোদনমূলক এবং আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেটের সাথে এটি চালিয়ে যাবেন।”
একজন অস্ট্রেলিয়ান বিশ্লেষক এবং সম্প্রচারকারী মহম্মদ কাইফের এই পোস্টটি শেয়ার করে লেখেন, “আমি মনে করি কাউকে প্রাক্তন ভারতীয় ব্যাটার মহম্মদ কাইফকে মনে করিয়ে দিতে হবে যে বিশ্বকাপের ফাইনাল ক্রিকেটের মাঠে জিততে হয়, কাগজে নয়।”
ডেভিড ওয়ার্নার এই পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান, “আমি এমকে-কে (মহম্মদ কাইফ) পছন্দ করি, সমস্যা হল কাগজে যা আছে তা বিবেচ্য নয়। দিনের শেষে, যখন প্রয়োজন হবে তখন আপনাকে পারফর্ম করতে হবে। সেজন্য তারা এটিকে ফাইনাল বলে। সেই দিনটিকে বিবেচনা করা হয় এবং এটি যেকোনো দিকে যেতে পারে, এটা স্পোর্টস। ২০২৭, আমরা আসছি।”
এরপর, মহম্মদ কাইফ ডেভিড ওয়ার্নারের এই মন্তব্যে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন, “তথ্য: ফাইনালে এটি ছিল অস্ট্রেলিয়ার দিন, তারা জিতেছিল, তারা বিশ্বকাপজয়ী। আরও তথ্য: ভারত ব্যাপকভাবে ১০টি ম্যাচ জিতেছিল, তারা ১১ তম ম্যাচে হেরেছিল, তাদের কাছে সেরা বোলার এবং ব্যাটাররা ছিল। তারা টুর্নামেন্টের সেরা দল ছিল। কাগজে-কলমে এবং মাঠে, উভয়ই হল তথ্য। শান্ত হও অস্ট্রেলিয়া।”
Facts: It was Australia’s day in final, they won, they are World Cup winners.
More facts: India comprehensively won 10 games, they lost 11th, they had the best bowlers and batters. They were the tournament’s best team.
Both facts, on paper and on field. Relax Australia.
— Mohammad Kaif (@MohammadKaif) November 23, 2023
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিল ভারত
সদ্য সমাপ্ত বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বে ভারত সবকটি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল। ভারত ৯টি ম্যাচ খেলে ১৮ পয়েন্ট সংগ্রহ করেছিল এবং পয়েন্ট তালিকায় প্ৰথম স্থান অধিকার করেছিল। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় পেয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
ফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে ভারতকে হারতে হয়। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের লক্ষ্য রাখতে পেরেছিল। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল ৪ উইকেটে ২৪১ রান করার মাধ্যমে ম্যাচটি জিতে নিয়েছিল।
The post “শান্ত হও অস্ট্রেলিয়া” – ডেভিড ওয়ার্নারের মন্তব্যে প্রতিক্রিয়া জানালেন মহম্মদ কাইফ appeared first on CricTracker Bengali.










