Mohammed Shami. ( Image Source: BCCI )
দক্ষিণ আফ্রিকা সফরে মহম্মদ সামি খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্য়ন্ত কোনও নিশ্চয়তা নেই। শোনাযাচ্ছে তাঁর চোট রয়েছে। এনসিএ-তে ফিটনেস পরীক্ষায় পাস করে তবেই তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার ছাড়পত্র পাবেন। এর মাঝেই ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে প্রশংসায় ভরিয়ে দিলেন বোলিং কোচ পরশ মাম্বরে। তাঁর মতে মহম্দ সামির মতো অসাধারণ বোলারের কোনওকম বিশেষ কোচিংয়ের প্রয়োজন নেই। বিশেষ করে ওডিআই বিশ্বকাপের মঞ্চে যেভাবে তিনি পারফরম্যান্স করেছন, সেটা দেখার পরই এমন মন্তব্য পরশ মাম্বরের।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রথম দিকে ভারতীয় দলের হয়ে খেলেননি মহম্মদ সামি। বিশ্বকাপের মাঝামাঝি সময় থেকে তাঁকে প্রথম একাদশে আনা হয়েছিল। সই সুযোগ হাতছাড়া করেননি মহম্মদ সামি। একের পর এক ম্যাচ দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে সকলকে কার্যত হতবাক করে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেটের মালিকের নামও মহম্মদ সামি। একইসঙ্গে বিশ্বকাপের মঞ্চেই ভেঙেছেন দাহির খানের বোলিং রেকর্ড।
বিশ্বকাপে সাত ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে তিনি খেলেছেন মাক্র ৭টি ম্যাচ। সেই সাত ম্যাচেই প্রতিপক্ষ শিবিরের ব্যাটারদের কার্যত নাস্তানাবুদ করেছিলেন মহম্মদ সামি। প্রতি ম্যাচেই তাঁর ঝুলিতে এসেছে একের পর এক উইকেট। সাত ম্যাচ খেলে এবার বিশব্কাপের ২৪টি উইকেট তুলে নিয়েছিলন মহম্মদ সামি। যার মধ্যে দুটো ম্যাচে পাঁচটি করে উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন মহম্মদ সামি। তাঁর এই পারফরম্যান্স মুগ্ধ করেছে পরশ মম্বরে। সেইসঙ্গে মহম্মদ সামির সঠিক জায়গায় বোলিং করার দক্ষতাও আপ্লুত করছে ভারতীয় দলের বোলিং কোচকে। এমন পারফরম্যান্স অন্যান্য বোলারর দেখাতে পারলে যে সকলেই সামির মতো হয়ে উঠতে পারবেন তা বলতে কোনও দ্বিধা নেই ভাতীয় দলের বোলিং কোচের।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “সত্যি কথা বলতে কী যদি বলা হয় যে কোচেরা মহম্মদ সামির মতো বোলার প্রস্তুত করেন। তবে আমি বলব যে মিথ্যা কথা বলা হচ্ছে। যদি একজন বোলার সঠিক সিমের ব্যবহার করে বল ক্রিজে ফেলতে পারেন, তবে আমি বলব যে প্রতিটি বোলারের মধ্যেই মহম্মদ সামি হয়ে ওঠার দক্ষতা রয়েছে”।
এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে রয়েছেন মহম্মদ সামি। কিন্তু তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা। শোনাযাচ্ছে চোট নি.েই নাকি বিশ্বকাপের মঞ্চে নেমেছিলেন এই তারকা পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে সেই চোটের দিকই নজর রয়েছে সকলের। এনসিএ-ত পরীক্ষার পরই চূড়ান্ত সিদ্ধান্ত।
The post “শুধুমাত্র কোচের পক্ষে মহম্মদ সামির মতো বোলার প্রস্তুত সম্ভব নয়” – পরশ মাম্বরে appeared first on CricTracker Bengali.










