Shubman Gill. (Photo Source: PHILL MAGAKOE/AFP via Getty Images)
ধরমশালাতেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দ্বিতীয় সেঞ্চুরী করেছেন শুভমন গিল। তাঁর পারফরম্যান্সে সকলেই অত্যন্ত খুশি। শুভমন গিল যে নিজেও বেশ সন্তুষ্ট তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাঁর ব্যাটিং পজিশন নিয়েই খানিকটা অসন্তুষ্ট শুভমন গিলের বাবা লখবিন্দর সিং। ওপেনিং থেকে শুভমন গিলকে তিন নম্বরে নামিয়ে দেওয়ার ব্যপারটা যেন কিছুতেই মানতে পারছেন না তাঁর বাবা। আর সেই কথাই ভারতীয় ক্রিকেট মহলে খানিকটা হলেও নতুন গুঞ্জন শুরু করেছে। শেষ টেস্টেও অবশ্য তিন নম্বরে ব্যাটিং করেই সেঞ্চুরী পেয়েছেন শুভমন গিল।
ভারতীয় দলের হয়ে অভিষেক হওয়ার পর থেকেই শুভমন গদিলকে ওপেনিংয়ে দেখা গিয়েছে। ২০১৯ সালে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে অভিষেক হয়েছে এই তরুণ ক্রিকেটারের। সেই থেকে তিন ফর্ম্যাটেও ওপেনিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন শুভমন গিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজেই তাঁর পজিশন খানিকটা বদলে গিয়েছে। বিরাট কোহলির অনুপস্থিতিতে হঠাত্ই শুভমন গিলকে তিন নম্বরে ব্যাটিং করতে দেখা গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজেই তিন নম্বরে ব্যাটিং করছেন শুভমন গিল।
শেষ টেস্টের প্রথম ইনিংসে ১১০ রানের ইনিংস খেলেছেন শুভমন গিল
সেখানে যে তিনি সাফল্য পাচ্ছেন না এমনটাও নয়। কিন্তু শুভমন গিলের বাবা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না এই বদল টা। শুভমন গিলকে ওপেনিংয়েই খেলানো উচিত্ বলে মনে করছেন তাঁর বাবা। তাঁর মতে যদি ওপেনিং না করানো হয় সেক্ষেত্রে দীর্ঘক্ষণ ড্রেসিংরুমে থাকলে নাকি ক্রিকেটারের ওপর অনেকটাই বাড়তে পারে। যদিও শুভমন গিল অবশ্য তাঁর ব্যাটিং পজিশন নিয়ে বিশেষ কিছু বলেননি। বরং তিন নম্বরে যে তাঁর অসুবিধা হচ্ছে না সেই কথাই বারবার শোনা গিয়েছিল এই তরুণ তারকার মুখে।
এক সংবাদ সংস্থায় শুভমন গিলের বাবা জানিয়েছেন, “ওপেনিংয়েও তাঁকে ধারাবাহিকভাবে খেলা উচিত্ ছিল। আমি মনে করছি যে এটা তাঁর সহ্গে একেবারেই ঠিক হচ্ছে না। ড্রেসিংরুমে যদি দীর্ঘক্ষণ কেউ বসে থাকে, তবে সেই ক্রিকেটারের ওপর চাপ ক্রমশই বাড়তে থাকার সম্ভাবনা রয়েছে। তিন নম্বর পজিশনটা না ওপেনিং পজিশন। না তো আবার সঠিক মিডল অর্ডারও”।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন শুভমন গিল। ১১০ রানের ইনিংস খেলেছেন ধরমশালাতে। তবে এই সিরিজে তিন নম্বরেই দেখা গিয়েছে তাঁকে। ওপেনিংয়ে ভারত যশস্বী জয়সওয়ালের ওপরই ভরসা রেখেছে। ভবিষ্যতে সেই জায়গায় ফের শুভমন গিল আসেন কিনা সেটা তো সময়ই বলবে।
The post শুভমন গিলকে তিন নম্বরে ব্যাটিং করানোয় হতাশ তাঁর বাবা appeared first on CricTracker Bengali.