Shubman Gill . ( Photo Source: Pankaj Nangia/Getty Images )
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ শুভমন গিল সবথেকে বেশি রান করবেন বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খান। এই প্রতিভাবান ব্যাটার খুব ভালো ফর্মে রয়েছেন। ওডিআই ক্রিকেটের জন্য ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিনি ২ নম্বর স্থানে রয়েছেন। শেষমেশ এবারের ওডিআই বিশ্বকাপে তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।
২০২৩ সালে শুভমন গিল এখনও পর্যন্ত ২০টি ম্যাচ খেলেছেন এবং ১২৩০ রান করতে সক্ষম হয়েছেন। তিনি এই রান ৭২.৩৫ গড় এবং ১০৫.০৩ স্ট্রাইক রেটের সাথে করেছেন। এছাড়াও এই ২৪ বছর বয়সী ওপেনার ২০২৩ সালে ইতিমধ্যেই ৬টি ওডিআই শতরান করে ফেলেছেন।
জাহির খান ইন্ডিয়া টুডেকে বলেন, “আচ্ছা, তার বছরের দিকে তাকান। ২০২৩ সালটি তার জন্য একটি অসাধারণ বছর ছিল। তিনি বিভিন্ন ফরম্যাট জুড়ে শতরান, দ্বিশতরান করেছেন। তিনি খুব ধারাবাহিক। আমি আসলে মনে করছি যে তিনি এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চলেছেন।”
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথম একাদশে নেই শুভমন গিল
৮ই অক্টোবর, রবিবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। শারীরিক অসুস্থতার কারণে এই ম্যাচটিতে খেলতে পারছেন না শুভমন গিল।
শুভমন গিল এই ম্যাচের জন্য প্ৰথম একাদশে না থাকায় অধিনায়ক রোহিত শর্মার সাথে ওপেনিং করতে পারেন ইশান কিষান। ওপেনার হিসেবে এই বাঁ-হাতি ব্যাটারের রেকর্ড খুবই ভালো। তিনি তার একমাত্র দ্বিশতরানটি বাংলাদেশের বিরুদ্ধে ওপেনিং করার সময় পেয়েছিলেন। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ওপেনিং করার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ইতিমধ্যেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। তার উইকেটটি নিয়েছেন জসপ্রীত বুমরাহ। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
ভারতের প্ৰথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার প্ৰথম একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
The post “শুভমন গিল বিশ্বকাপ 2023-এ সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চলেছেন” – জাহির খান appeared first on CricTracker Bengali.










