Virat Kohli and Rohit Sharma. ( Image Source: BCCI/Twitter )
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআাই ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচেই থেমে গিয়েছে ভারতীয় দলের জয়রথ। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে মামতে চলেছেটিম ইন্ডিয়া।টেস্টের পর এখন এই ম্যাচোজিততে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। যদিও শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। যদিও এই ম্যাচেওএয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধারেভারে অনেকটাই এগিয়ে রয়েছে বারতীয়দল। তবুও প্রথম একাদশ বেছে নেোয়ার আগে বিশেষ পরামর্শ দিচ্ছেন আআকাস চোপড়া। তাঁর মকতেভারতীয় দলকে সিরিজ জিততে হলে শেষ ওডিআই ম্যাচে অবশ্যই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফেরানো উচি্ত্।
এই বছরই ঘরের মাটে বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে ভারতীয় দল। তার আগেএইওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তরকুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে পরীক্ষৈা নীরিক্ষা করে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত সেখানে কী হয় সেটাি এখন দেখার। দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই সেই ম্যাচে নেমেছি ভারতীয় দল। যদজিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচেজিততে পারেনি ভারতীয় দল।
দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে
সেই ম্যাচে বোলাররা ভাল পারফরম্যান্স করলেও ভারতীয় দলের ব্যাটাররা সেভাবে সফল হতে পারেননি। ঈষান কিষাণকে বাদ দিলে কোবনওভারতীয় ব্যাটারই সেষ ম্যাচে বড় রান করতে পারেনি। যদিও বোলাররা দুই ম্যাচেই ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে নামার আগেই বিশেষ পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে এই পিচে বোলারদের জ্নয যথেষ্ট সাহায্য রয়েছে। সেই কারণে অধিক বোলার না খেলিয়ে সেখানে বাড়তি ব্যাটার খেলানোর বার্তাই দিচ্ছেন আকাশ চোপড়া।
সরাসরি না বললেও আকাশ চোপড়া যে রোহিত সর্মা ও বিরাট কোহলিকেই দলে ফেরানোর পরামর্শ দিচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না। সেই প্রসঙ্গেই তিনি জানিয়েছেন, “এমন একটা পিচ যেখানে রান করাটা সত্য়িই কঠিন হয়ে পড়ে এবং সেরকানে খুব একটা বেশী বদল করা উচিত্ নয়। সেখানেই সকলে সুযোগ পাচ্ছে কিনা সেটাই দেখার। উমরান মালিক মাত্র তিন ওভার বোলিং করেছিলেন দুই ম্যাচে। সেখানে শেষ ম্যাচে অক্ষর পটেল করেছেন মাত্র দুটো ওভার। যখন বেশী বোলারদের বোলিং করার সুযোগ দেওয়া যাচ্ছেন না সেই ক্ষেত্রে তাদের সংখ্যা কমিয়েবাড়তি ব্যাটার খেলানো উচিত্”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১ অগস্ট সিরিজের শেষ ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেখানে ফের বিরাটকোহরি ও রোহিত শর্মাদের দেখা যায় কিনা সেটাই এখন দেখার।
The post শেষ ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে খেলানোর পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.