শ্রীলঙ্কার টাইমড আউট সেলিব্রেশন নিয়ে ভাবতে নারাজ নাজমুল হোসেন শান্ত

মার্চ 10, 2024

No tags for this post.
Spread the love

Najmul Hossain Shanto. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে সিরিজ হার।  লড়াই করলেও সিলেটে শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২৮ রানে ম্যাচ হেরে গিয়েছে বাংলাদেশ। তাদের ঘরের মাঠে সিরিজ জয়েরক পরই শ্রীলঙ্কার ক্রিকেটারদের সেলিব্রেশন ছিল অভিনব। টাইমআউঠ সেলিব্রেশনই  করেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট চর্চিত হয়েছিল। সেই প্রসঙ্গ নিয়েই এবার মুখ খুলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপে হওয়া সেই ঘটনা থেকে এখনও পর্য়ন্ত নাকি বেড়োতে পারেনি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ম্যাচ শেষেই শ্রীলঙ্কার ক্রিকেটারদের উদ্দেশ্যে খানিকটা তির্যক মন্তব্যই করলেন বাংলাদেশের অধিনায়ক।

এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউট করেছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব অল হাসান। সেই আউট নিয়ে সেদিন ক্রিকেট মহলে কার্যত তোলপাড় হয়ে গিয়েছিল। যদিও শেষপর্যন্ত অ্যাঞ্জেলো ম্যাথুজকে মাঠ ছেড়ে বেড়োতেই হয়েছিল। সেই ঘটনারই প্রতিশোধ যেন বাংলাদেশকে তাদের ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে নিল শ্রীলঙ্কা। শেষ ম্যাচ জেতার পরই শ্রীলঙ্কার ক্রিকেটারদের দেখা গেল টাইমআউটের ইঙ্গিত করেই সেলিব্রেশন করছেন। সেই ছবিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

শ্রীলঙ্কার কাছে ১-২-এ সিরিজ হেরে গিয়েছে বাংলাদেশ

ম্যাচ শেষ যে বাংলাদেশ অধিনায়ককে এই প্রসঙ্গে নানান প্রশ্নের মুখে পড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই  সাংবাদিক সম্মেলনে আসার পরই সেই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও শ্রীলঙ্কার এই সেলিব্রেশনকে খুব একটা ভালচটোখে নিচ্ছেন না বাংলাদেশের অদিনায়ক। তাঁর মতে এখনও পর্যন্ত নাকি শ্রীলঙ্কার ক্রিকেটাররা সেই ঘটনার থেকে বািরে বে়ড়োতে পারেননি। শ্রীলঙ্কার এই সেলিব্রেশন নিয়ে এই মুহূর্তে নানান কথাবার্তা চলছে ক্রিকেট মহলে।

ম্যাচ শেষে এই প্রসঙ্গেই নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, “আমার মনে হয়না এটা খুব একা আগ্রাসী ভাবে সামলানোর প্রয়োজন রয়েছে। তারা টাইমড আউটের সেলিব্রেশন করেছিলেন।  সেই টাইমট আউট আউটের ঘটনা থেকে এখনও বেড়িয়ে আসতে পারেননি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। আমার মনে হ তাদের সেই পরিস্থিতি থেকে বেড়ি আসা উচিত্ এবং বর্তমানে থাকাটা প্রয়োজন। সেখানে যা হয়েছিল আমরা নিয়ম মেনেই করেছিলাম। আমি একেবারেই তা নিয়ে খুব একটা উদ্বিগ্ন নই”।

শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৭৪ রান করেছিল শ্রীালঙ্কা। সেখানেই শেষরক্ষা করতে পারেনি বাংলাদেশ ব্রিগেড। ব্যাটিং বিপর্জয়েই হার মেনে নিত হয়েছিল তাদের। সেই জয়ের পরই শ্রীলঙ্কার এমন বিজয় উল্লাস দেখা গিয়েছিল।

The post শ্রীলঙ্কার টাইমড আউট সেলিব্রেশন নিয়ে ভাবতে নারাজ নাজমুল হোসেন শান্ত appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8