Mitchell Santner. ( Photo Source: SAJJAD HUSSAIN/AFP via Getty Images )
ওডিআই বিশ্বকাপের মঞ্চেই নতুন নজির গড়লেন মিচেল স্যান্টনার। শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া উইকেট নিয়ে ড্যানিয়েল ভেত্তোরির রেকর্ড স্পর্ষ করলেন তিনি। নিউ জিল্যান্ডের স্পিনার হিসাবে একটি বিশ্বকাপে সর্বোতচ্ত উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার। সেমিফাইনালে পৌঁছতে পারলে নিউ জিল্যান্ডের এই স্পিনারের সামনে রয়েছে ড্যানিয়েল ভেত্তোরির রেকর্ড ভাঙার হাতছানি। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন পেসারদের পাশাপাশি দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছিলেন মিচেল স্যান্টনার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে নিউ জিল্যান্ডকে জিততেই হবে। সেইসঙ্গে নিজেদের রানরেও বজায় রাখতে হবে কিউই বাহিনীকে। সেখানেই নিজেদের কাজটা সঠিকভাবে করেছেন নিউ জিল্যান্ডের বোলাররা। অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তারা। ট্রেন্ট বোল্ট, টাম সাউদিরা যেমন শ্রীলঙ্কার ব্যাটারদের দীর্ঘক্ষন ক্রিজে থাকতে দেননি, তেমনই মিচেল স্যান্টনারও দুই তারকা শ্রীলঙ্কা ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। সেই দুই তাকা ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেওয়ার পরই ড্যানিয়েল ভেত্তোরির রেকর্ড স্পর্ষ করেছেন তিনি।
১০ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার
একটি ওডিআই বিশ্বকাপে নিউ জিল্যান্ডের স্পিনার হিসাবে সর্বোচ্চ ১৬টি উইকেট নেওয়ার রেকর্ড ছিল শুধুমাত্র ড্যানিয়েল ভেত্তোরি। সেই রেকর্ডই এদিন চুঁলেন মিচেল স্যান্টনার। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনঞ্জয় ডিসিলভাকে সাজঘরে ফিরিয়ে দেওয়ার সঙ্গেই সেই রেকর্ড গড়েছেন মিচেল স্যান্টনার। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে যখন মাঠে নেমছিলেন সেই এই তরুণ ক্রিকেচটারের ঝুলিতি ছিল ১৪টি উইকেট। এবারের চলতি বিশ্বকাপের মঞ্চে নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেটও তুলে নিয়েছেন তিনিই। সেই স্যান্টনারই এবার নয়া রেকর্ড গড়লেন।
এই বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার দলে সাপোর্ট স্টাফেদের মধ্যে একজন ড্যানিয়েল ভেত্তোরি। তাঁর রেকর্ড এতদিন বিশ্বকাপের মঞ্চে কুউই স্পিনারউি ভাঙতে পারেননি। সেই রেকর্ডটাই ছুঁলেন মিচেল স্যান্টনার। বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন মিচেল স্যান্টনার। এখনও পর্যন্ত মাত্র বিশ্বকাপের মঞ্চে দুটো ম্যাচে উইকেট পাননি মিচেল স্যান্টনার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুণেতে এবং পাকিস্তানের বিরুদ্ধে খালি হাতে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। বাকি প্রতি ম্যাচেই তাঁর স্পিনের সামনে বিধ্বস্ত হয়েছিলেন ব্যাটাররা। এই ম্যাচেও তার অন্যথা হল না।
শ্রীলঙ্কা শিবিরেরও সেরা দুই ক্রিকেটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন তিনি। অ্যাঞ্জেলো ম্যাথুজকে ৮ রানে এবং ধনঞ্জয় ডিসিলভাকে ১৯ রানে থামিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে গোটা ম্যাচে মিচেল স্যান্টনার রান দিয়েছে ১০ ওভারে মাত্র ২২। এই ম্যাচ জিতে তারা সেমিফাইনালে পৌঁছতে পারলে যে ভেত্তোরির রেকর্ড স্যান্টনার ভেঙে দেবেন তা বলার অপেক্ষা রাখে না।
The post শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই উইকেট নিয়ে ড্যানিয়েল ভেত্তোরির রেকর্ড ছুঁলেন মিচেল স্যান্টনার appeared first on CricTracker Bengali.










