Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)
ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর বাংলাদেশের অধিনায়ক নিজের বক্তব্য জানিয়েছেন।
ডেইলি স্টারকে নাজমুল হোসেন শান্ত বলেন, “মার্জিন যাই হোক না কেন, হার হল হার। দুই ইনিংসেই টপ অর্ডার রান করতে পারেনি। শুধু আমরা নই, দুই দলেরই টপ অর্ডার লড়াই করেছে। কিন্তু আমরা এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে চাই না। আমরা এখান থেকে কীভাবে উন্নতি করতে পারি তা নিয়ে আমাদের কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “নিউজিল্যান্ড ম্যাচের পরে, আমরা শুনেছিলাম যে আমরা অনেক উন্নতি করেছি, আমরা ভালো করেছি, অনেক কিছু ভালো জায়গায় পৌঁছেছে। এমনকি গণমাধ্যমের অনেক সদস্যও এমনটি বলেছিলেন। সুতরাং, আমরা বলতে পারি না যে কোনও পরিবর্তন হয়নি। আপনি বলতে পারেন যে জিনিসগুলির যতটা পরিবর্তন হওয়া উচিত ছিল ততটা হয়নি। আমাদের এখন থেকে আরও অনেক উন্নতি করতে হবে।”
প্রথম টেস্ট ম্যাচে ৩২৮ রানে হেরেছে বাংলাদেশ
এই ম্যাচের প্রথম ইনিংস ২৮০ রানে অলআউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। এর জবাবে বাংলাদেশ ১০ উইকেটে মাত্র ১৮৮ রান করতে সক্ষম হয়েছিল।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে ৪১৮ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে মাত্র ১৮২ রানে অলআউট হয়ে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
The post শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত appeared first on CricTracker Bengali.