শ্রেয়স আইয়ারকে অসাধারণ পারফর্মার বলছেন রবিচন্দ্রন অশ্বিন

নভে. 24, 2023

Spread the love

Shreyas Iyer. ( Photo Source: PUNIT PARANJPE/AFP via Getty Images )

ওডিআই বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামলেও শেষরক্ষা করতে পারেননি তিনি। বিশ্বকাপে এবারও রানার্স হিসাবেই যাত্রা শেষ হয়েছে ভারতীয় দলের। তারপর থেকেই ভারতের হারের কারণ নিয়ে চলচে নানান কাটাছেঁড়া। চলছে চুল চেড়া বিশ্লেষণ। সেই পরিস্থিতিতেই শ্রেয়স আইয়াকে প্রশংসায় ভরিয়ে দিলেন আরেক তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে এবারের বিশ্বকাপের মঞ্চে একজন যোগ্য পারফর্মারের মতো পারফরম্যান্স দেখিয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর পারফরম্যান্সে যে অশ্বিন মুগ্ধ হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। সেখানেই ব্যাটিং থেকে বোলিংয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। এটাই কেরিয়ারের প্রথম ওডিআই বিশ্বকাপ ছিল শ্রেয়স আইয়ারের। সেখানে যে ফুল মার্কস নিয়েই পাশ করেছেন তিনি তা বলার অপেক্ষা রাখে না।  বিরাট কোহলি, রোহিত শর্মার পর ভারতীয় দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক এখন শ্রেয়স আইয়ার। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরীও রয়েছে তাঁর।

এবারের ওডিআই বিশ্বকাপে ৫৩০ রান করেছেন শ্রেয়স আইয়ার

এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি। তারপরই ভারতীয় দলে রয়েছেন রোহিত শর্মা। তাদের সঙ্গেই পাল্লা দিয়ে নিজের পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ারও। কেরিয়ারের প্রথম বিশ্বকাপের মঞ্চেই ৫০০ রানের গন্ডী টপকেছিলেন এই তারকা ক্রিকেটার। এমন রেকর্ড বিশ্ব ক্রিকেটে খুব একটা নেই বললেই চলে। এবারের বিশ্বকাপে ১১ ম্যাচে ৫৩০ রান রয়েছে শ্রেয়স আইয়ারের। সেইসঙ্গে তাঁর গড় রয়েছে ৬৬.২৫ এবং স্ট্রাইকরেট রয়েছে ১১৩.২৪।  শ্রেয়স আইয়ারের এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত রবিচন্দ্রন অশ্বিন।

তাঁকে নিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, “স্পিনারদের বিরুদ্ধে খেলা এবং তাদের ব্যর্থ করাটা হল শ্রেয়স আইয়ারের একটা বিশেষত্ব। তিনি একজন অসাধারণ পারফর্মার। ক্রীড়াজগতে সর্বোচ্চকে তাড়া করারাটা একটা বিশেষ দক্ষতা। যদি কেউ বিশেষভাবে কোনও কাজ করেন, তবে সেটা না করতে বলার থেকে সকলের তার জন্য প্রশংসা করাটাই উচিত্”।

এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ছিলেন শ্রেয়স আইয়ার। ফাইনালের মঞ্চে সেভাবে না পারলেও, সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। তার আগেও লিগ পর্বে বেশ কিছু ভাল পারফরম্যান্স খেলেছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর এমন পারফরম্যান্স দেখেই প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন। সামনে রয়েছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও শ্রেয়স আইয়ার নিজের পারফরম্যান্স ঘরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

The post শ্রেয়স আইয়ারকে অসাধারণ পারফর্মার বলছেন রবিচন্দ্রন অশ্বিন appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador