Shreyas Iyer. ( Image Source: twitter/BCCI )
নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ার। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রথমবার সেঞ্চুরী করেছেন তিনি। সেইসঙ্গে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেরার পুরষ্কারও তুলে নিয়েছেন তিনি। ম্যাচ শেষে শ্রেয়স আইয়ারের পারফরম্ান্স নিয়েই আপ্লুত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার ওডিআই বিশ্বকাপের ডিএনএ-টা ভালভাবে বুঝতে পারেন। ডাচদের বিরুদ্ধে ৯৪ বলে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন েই তারকা ক্রিকেটার। আর তাতেই আপ্লুত সকলে।
গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও অর্ধশতরানের ইনংস খেলেছিলেন স্রেয়স আইয়ার। শুরুর দিকে সেভাবে ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও সময় এগনোর সঙ্গে সঙ্গে নিজের পারফরম্যান্স প্রদর্শন করা শুরু করেছেন শ্রেয়স আইয়ার। তাঁর পারফরম্যান্স দেখার পর থেকেই সকলে আপ্লুত। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মতে শ্রেয়স আইয়ার নাকি ওডিআই ক্রিকেটের ডিএনএ সবথেকে ভালভাবে বোঝেন। সেমিফাইনালের আগে শ্রেয়স আইয়ারের এমন পারফরম্যান্স যে ভারতীয় শিবিরের অন্দরে স্বস্তির আবহ তৈরি করেছে তা বলার অপেক্ষা রাখে না।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৯৪ বলে ১২৮ রান করেছেন শ্রেয়স আইয়ার
নেদারল্যান্ডসের বিরুদ্ধে এদিন বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর হাত থেকে একের পর এক বড় শট ভারতীয় দলকে রানের পাহাড়ের দিকে এগিয়ে দিয়েছিল। এই পারফরম্যান্স তিনি যদি সেমিফাইনালের মঞ্চেও দেখাতে পারেন, তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও যে ভারতের জয় পেতে খুব একটা বেশী অসুবিধা হবে না তা বলার অপেক্ষা রাখে না। ডাচ বাহিনীর বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচে ৯৪ বলে ১২৮ রানের ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার। এই পারফরম্যান্স তাঁরও আত্মবিশ্বাস বাড়াচ্ছে।
আকাশ চোপড়া জানিয়েছেন, “দলের চার থেকে থয় নম্বরে যে ব্যাটাররা ব্যাটিং করে তারা কেউই বড় শট নিয় খুব একটা সঙ্কোচ বোধ করেন না। অন্যান্য ব্যাটারদের কাছে এটা খানিকটা হলেও ঝুঁকিপূর্ণঁ হয়ে থাকে। কিন্তু এই পজিশনে যে ব্যাটাররা খেলেন তাদের কাছে সেটাই একটা বড়সড় সুযোগ হয়ে থাকে। ক্রিকেটের ডিএনএ-টা তিনি অত্যন্ত ভালভাবে বোঝেন”।
এদিন শ্রেয়স আইয়ারের ১২৮ রানের ইনিংস জুড়ে রয়েছে শুধুই চার ও ছয়ের বন্যা। তাঁর গোটা ইনিংসটা সাজানো রয়েছে ১০টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি দিয়ে। সেইসঙ্গে শ্রেয়স আইয়ারের স্ট্রাইকরেট ছিল ১৩৬.১৭। শ্রেয়স আইয়ারের এই পারফরম্যান্স দেখার পর থেকেই সেমিফাইনালের আগে তাঁকে নিয়ে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
The post শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স দেখে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.










