Ibrahim Zadran & Sachin Tendulkar. ( Image Source: Twitter )
আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসাবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়েছেন ইব্রাহিম জাদরান। তিনিই প্রথম আফগান ক্রিকেটার যিনি বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরী পেয়েছেন। এমন এক কীর্তি গড়ে ইব্রাহিম জাদরান যে আপ্লুতচ তা বলার অপেক্ষা রাখে না। সেই পারফরম্যান্স দেখানোর পরই আঈফগানিস্তানের এই তরুণ ক্রিকেটারের মুখে সচিন তেন্ডুলকরের নাম। বিশ্বকাপের মঞ্চে মাস্টার ব্লাস্টারের সঙ্গে সাক্ষাত হয়েছিল তাঁর। সেখানেই নানান কথাবার্তা হয়েছিল। সেই আলোচনাই যে ইব্রাহিম জাদরানকে আত্মবিশ্বাস যুগিয়েছিল তা বলতে কোনও দ্বিধা নেই এই তারকা ক্রিকেটারের।
এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বল পর্যন্ত মাঠে ছিলেন তিনি। তাঁকে আর আউট করতে পারেননি অস্ট্রেলিয়ার কোনও বোলারই। সেখানেই একের পর এক দুরন্ত শট খেলে সকলকে চমকে দিয়েছিলেন ইব্রাহিম জাদরান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ১২৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ইব্রাহিম জাদরান। ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই সচিন তেন্ডুলকরের মতো ব্যাটিং করার ভাবনা ছিল তাঁর মাথায়। শেষপর্যন্ত সেই পরিকল্পনাতেই সফল হয়েছেন এই তারকা ক্রিকেটার।
১৪৩ বলে ১২৯ রানের ইনিংস খেলেছিলেন ইব্রাহিম জাদরান
প্রথম ইনিংস শেষে ইব্রাহিম জাদরান জানিয়ছেন, আমরা যদি একটা ভাল পার্টনারশিপ তৈরি করতে পারতাম এবং উইকেট রাখতে পারতাম তবে ৩৫০ রান করতেই পারতাম। কিন্তু সেইরকমবাবে উইকেট রাখতে পারিনি আমরা। তবে শেষের দিকে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রশিদ খান।সচিন তেন্ডুলকরের সঙ্গে আমার খুব ভাল একটা আলোচনা হয়েছিল। তিনি নিজের অভিুজ্ঞতা আমার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। ম্যাচ শুরু হওয়ার আগেই আমি সকলকে জানিয়েছিলাম যে সচিন তেন্ডুলকরের মতো ব্যাটিং করব।তিনি আমাকে অনেক আত্মবিশ্বাস যুগিয়েছিলেন।
অজিদের বিরুদ্ধে শুরু থেকেই ক্রিজ আঁকড়ে পড়েছিলেন ইব্রাহিন জাদরান। কখনোও রহমনুল্লাহ গুরবাজ তো কখনোও রহমত শাহ-রা তাঁকে সঙ্গ দিয়েছেন। কিন্তু কোনও আফগান ক্রিকেটারই দীর্ঘক্ষণ থাকতে পারেননি। ওপেন করতে নমে দলের রান একা হাতেই এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা চালিয়ে গিয়েছেন তিনি। ১৩১ বলেই বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরী করলেন ইব্রাহিন জাদরান। সেইসঙ্গে আফগান ক্রিকেটের ইতিহাসে নিজের জায়গা পাকা করে ফেললেন এই তরুণ ক্রিকেটার। সেঞ্চুরী করা পর্যন্ত তিনি একাই মেরেছিলেন ৭টি চার ও ১টি ওভার বাউন্ডারি।
এদিন শেষপর্যন্ত ১৪৩ বলে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ইব্রাহিম জাদরান। সেখানেই তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ৮টি চার ও তিনটি ওভার বাউন্ডারি। এখনও পর্যন্ত এটাই যে বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের সেরা পারফরম্যান্স তা বলার অপেক্ষা রাখে না।
The post সচিন তেন্ডুলকরের সঙ্গে আলোচনাই আত্মবিশ্বাস যুগিয়েছিল ইব্রাহিম জাদরানকে appeared first on CricTracker Bengali.










