Virat Kohli. (Photo Source: Robert Cianflone/Getty Images)
১৫ই নভেম্বর, বুধবার, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এই প্ৰথম সেমিফাইনালে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এই ম্যাচে একটি দুর্দান্ত রেকর্ডে নিজের নাম লেখালেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।
চলতি ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত অসাধারণ ফর্মের সাথে খেলেছেন বিরাট কোহলি। এই টুর্নামেন্টের রাউন্ড রবিন পর্বে সাতবার ৫০+ রান করতে সক্ষম হয়েছিলেন এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটার। চলতি টুর্নামেন্টের আগে একটি ওডিআই বিশ্বকাপে সবথেকে বেশি ৫০+ রান করার রেকর্ড সচিন তেন্ডুলকর এবং সাকিব আল হাসানের নামে ছিল। সচিন ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে এই রেকর্ডটি করেছিলেন। এরপর ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে এই রেকর্ডে নিজের নাম লিখিয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব। রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫০+ রান করার মাধ্যমে সচিন এবং সাকিবের পাশে নিজের নাম যোগ করেছিলেন বিরাট।
সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০+ রান করার মাধ্যমে সচিন তেন্ডুলকর এবং সাকিব আল হাসানকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি। রোহিত শর্মা ৪টি চার এবং ৪টি ছয় সহ ২৯ বলে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ক্রিজে আসেন বিরাট। তিনি শুরু থেকেই বেশ ভালো ছন্দের সাথে খেলতে থাকেন। ভারত এখন খুব ভালো পরিস্থিতির মধ্যে রয়েছে। শেষমেশ তারা স্কোরবোর্ডে কত রান তোলে সেটাই এখন দেখার বিষয়।
একটি ওডিআই বিশ্বকাপে সবথেকে বেশি রান করার রেকর্ড করলেন বিরাট কোহলি
ওডিআই বিশ্বকাপ ২০০৩-এ ৬৭৩ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে এই রান ইতিমধ্যেই পার করে ফেলেছেন বিরাট কোহলি। সুতরাং, একটি ওডিআই বিশ্বকাপে সবথেকে বেশি রান করার রেকর্ডের নতুন মালিক হলেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
ভারত এখন একটি বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে। অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল মিলে শুরুটা দুর্দান্তভাবে করেন। রোহিত এবং গিল মিলে প্ৰথম উইকেটে ৭১ রানের একটি ঝোড়ো পার্টনারশিপ করেন। গিল খুব ভালো ছন্দের সাথে খেলছিলেন। কিন্তু ৬৫ বলে ৭৯ রান করার পর তিনি রিটায়ার্ড হার্ট হন। তিনি এই ইনিংসে ৮টি চার এবং ৩টি ছয় মারেন। এই মুহূর্তে বিরাটের সঙ্গে ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার। বিরাট নিজের ৫০ তম শতরানের দিকে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে, আইয়ার ইতিমধ্যেই নিজের অর্ধশতরান সম্পূর্ণ করে ফেলেছেন।
The post সচিন তেন্ডুলকর এবং সাকিব আল হাসানকে পিছনে ফেলে একটি ওডিআই বিশ্বকাপে সবথেকে বেশি ৫০+ রান করার রেকর্ড করলেন বিরাট কোহলি appeared first on CricTracker Bengali.










