Sanju Samson. ( Image Source: Twitter)
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন সঞ্জু স্যামসন। কার্যত তাঁর সেঞ্চুরীতে ভর করেই ভারতীয় দল জয়ের রাস্তা প্রশস্ত করতে পেরেছিল। ম্যাচ শেষে সঞ্জু স্যামসনের এই পারফরম্যান্সকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই সিরিজে ভাকতীয় দলের অধিনায়ক লোকেশ রাহুল। আইপিএলে বরাবরই তিনি ভাল পারফরম্যান্স করেন। এবার দেশের জার্সিতেও নিজের অন্যতম সেরা পারফরম্যান্স দেখাতে পেরেছেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে আন্তর্জাতিক কেরিয়ারে নিজের প্রথম সেঞ্চুরীও পেয়েছেন সঞ্জু স্যামসন।
এই ম্যাচে সঞ্জু স্যামসনের জায়গা বদলে তাঁকে তিন নম্বরে ব্যাটিং করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন লোকেশ রাহুল। আর সেটাই যেন সাফল্য় এনে দিয়েছিল ভারতীয় দল সহ সঞ্জু স্যামসনকে। লোকেশ রাহুলের এই সিদ্ধান্তের প্রশংসা সকলেই করছেন। লোকেশ রাহুল নিজেও সঞ্জু স্যামসনের এই পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন। শেষপর্যন্ত এই পারফরম্যান্স সঞ্জু স্যামসন আগামী দিনেও ধরে রাখতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। তবে তাঁকে নিয়ে যে সকলের প্রত্যাশাটা এবার বাড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।
১১৪ বলে এই ম্যাচে ১০৮ রাবের ইনিংস খেলেছিলেন সঞ্জু স্যামসন
ম্যাচ শেষে লোকেশ রাহুল জানিয়েছেন, “আইপিএলের মঞ্চে সঞ্জু স্যামসন সত্যিই একজন অসাধারণ পারফর্মার। তবে বহু কারণের জন্য দূর্ভাগ্যবশত সেভাবে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। এদিন তাঁকে ভাল পারফরম্যান্স করতে দেখে সত্যিই আমার অত্যন্ত ভাল লাগছে”।
২০১৫ সালে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল সঞ্জু স্যামসনের। কিন্তু টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নিয়মিত সদস্য নন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের অভাবেই বারবার দল থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সফরেই ভারতের টি টোয়েন্টি ও ওডিআই সিরিজে নিজের জায়গা করে নিয়েছিলেন সঞ্জু স্যামসন। যদিও ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে বড় রান পেতে ব্যর্থই হয়েছিলেন তিনি। তাঁকে নিয়ে সমালোচনাও শোনাযাচ্ছিল। অবশেষে ফর্মে ফিরলেন এই দক্ষিণি ক্রিকেটার।
এদিন তাঁর গোটা ইনিংসটা সাজানো রয়েছে ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে। সেখানেই ১১৪ বলে ১০৮ রাবের ইনিংস খেলে থামেন সঞ্জু স্যামসন। এর আগে ২০২২ সালে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ওডিআই কেরিয়ারের সর্বোচ্চ রান ৮৬ করেছিলেন সঞ্জু স্যামসন। সেই বছরই দেশের জার্সিতে ওডিআই ফর্ম্যাটে অভিষেক হয়েছিল সঞ্জু স্যামসনের। এই পারফরম্যান্সের ধারাই তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।
The post সঞ্জু স্যামসনের সেঞ্চুরী ইনিংস দেখে উচ্ছ্বসিত লোকেশ রাহুল appeared first on CricTracker Bengali.










