Rashid Khan. ( Photo Source: Instagram/Rashidkhan)
সফল অস্ত্রোপচার হল রশিদ খানের। এবারের বিশ্বকাপের পরই ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার কথা রয়েছে আফগানিস্তানের। কিন্তু সেই সিরিজ থেকেই নাম তুলে নিয়েছেন আফগানিস্তানের এই তারকা ক্রিকটার। কোমড়ের চোটের জন্যই নাম তুলে নিয়েছিলেন তিনি। অবশেষে সফল অস্ত্রোপচার হল রশিদ খানের। শুক্রবার ইউনাইটে় কিংডমে একটি হাসপতালে বিশেষজ্ঞের তত্ত্বাবধানেই হল রশিদ খানে কোমড়ে অস্ত্রোপচার। তাঁর দ্রুত আরোগ্য কামনাতেই এখন সকলে। মহম্মদ নবি তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল আফগানিস্তান। লিগ পর্ব টপকাতে না পারলেও এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসাবে নির্বাচিত হয়েছিল তারা। সেই পারফরম্যান্স ধরে রেখেই এূার ভারতের বিরুদ্ধেও নামার পরিকল্পনা রয়েছে আফগানিস্তানের। কিন্তু সেই প্রতিযেগিতাতেই খেলতে পারবেন না তাদের তারকা ক্রিকেটার রশিদ খান। কোমড়ে সমস্যা রয়েছে এই তারকা ক্রিকেটারের। তার জেরেই শেষপর্যন্ত অস্ত্রোপচারের রাস্তায় হাঁটতে হয়েছে রশিদ খানকে। শুক্রবারই ইংল্যান্ডের একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে রশিদ খানের।
কোমড়ের অস্ত্রোপচারের জন্যই এবারের বিবিএল থেকে নাম তুলে নিয়েছেন রশিদ খান
এই অস্ত্রোপচারের জন্যই এবারের বিগ ব্যাশ লিগেও খেলতে পারবেন না রশিদ খান। আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের বিগব্যাশ লিগ। সেখান থেকেও নাম তুলে নিয়েছেন বিশ্ব ক্রিকেটের এই তারকা স্পিনার। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সেই কতাই জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার। ইংল্যান্ডে জেমস অ্যালিবোনের তত্ত্ববধানেই হয়ছে রশিদ খানের অস্ত্রোপচার। সেরে উঠতে বেশ কয়েকটা দিন সময় লাগবে তাঁর। রশিদ খানের দ্রুত সেরে ওঠার কামনাই করছেন তাঁর সতীর্থ থেকে ভক্তরা।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফা জানানো হয়েছে, “ইংল্যান্ডের বিখ্যাত চিকিত্সক জেমস অ্যালিবোনের নেতৃত্বে শুক্রবার আমাদের তারকা ক্রিকেটার রশিদ খানের কোমড়ে একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। তাঁকে আপাতত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। তবে মনে করা হচ্ছে যে তিনি শীঘ্রই ফিরে আসতে পারবেন”।
একইসঙ্গে রশিদ খানেক দ্রুত সুস্থ হয়ে ওঠা ব্যপারে আরোগ্য কামনা করেছ তাঁর বিবিএলের দল অ্যাডিলেড স্ট্রাইকার্স। ২০১৭ সাল তেকে সেই দলের হয়ে খেলছেন রশিদ খান। গত মরসুমেও তাদের হয়.ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। যদিও এবারের বিগব্যাশ গিলে তাঁকে ছাড়াই নামতে হবে তাদের।
The post সফল অস্ত্রোপচার রশিদ খানের, তাঁর দ্রুত আরোগ্য কামনায় সকলে appeared first on CricTracker Bengali.










