Aakash Chopra. (Photo Source: Facebook)
প্রতিভাবান ভারতীয় ব্যাটার শুভমন গিলের ব্যাটিং ক্রমে স্থান পরিবর্তিত হয়েছে। টেস্ট ক্রিকেটে অভিষেক করার পর থেকে সবসময় তাকে ওপেনিং করতেই দেখা গিয়েছিল। কিন্তু ১২ই জুলাই, বুধবার, ডমিনিকাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম টেস্ট ম্যাচের প্ৰথম ইনিংসে তাকে অধিনায়ক রোহিত শর্মার সাথে ওপেনিং করতে আসতে দেখা যায়নি।
এই টেস্টে অভিষেক করেছেন প্রতিভাবান বাঁ-হাতি ব্যাটার যশস্বী জয়সওয়াল। প্ৰথম ইনিংসে তিনিই রোহিত শর্মার সাথে ওপেনিং করছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া ব্যাটিং ক্রমে শুভমন গিলের স্থান পরিবর্তন হওয়ার ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আকাশ চোপড়া বলেন, “তিন নম্বরে শুভমন- আমি অবাক হইনি। আপনার যদি আমার ২০২০-এর টুইটটির কথা মনে থাকে, যখন তিনি তার অভিষেক করেছিলেন, আমি বলেছিলাম তিনি এক দশকেরও বেশি সময় ধরে ভারতের হয়ে খেলবেন কিন্তু কয়েক বছর পরে আপনি তাকে ব্যাটিং ক্রমের নীচে খুঁজে পাবেন, ওপেনার হিসাবে নয়। তিনি নিজেই সেই ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি তিনে ব্যাট করছেন এবং যশস্বী জয়সওয়াল ওপেন করছেন।”
তিনি আরও বলেন, “যশস্বী জয়সওয়ালকে ওপেনার হিসাবে খেলানো হয়েছে কারণ শুভমন গিল গিয়ে টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন যে তিনি ৩ নম্বরে খেলতে চান কারণ তিনি মনে করেন যে তিনি সেখানে আরও ভালো করবেন। এটি একটি খুব আকর্ষণীয় বিষয়।”
তিনি যোগ করেছেন, “সাধারণত, ভারতীয় ক্রিকেটে এমন কথা শোনা যায় না যেখানে একজন খেলোয়াড় গিয়ে বলেন যে তিনি একটি নির্দিষ্ট অবস্থানে ব্যাট করতে চান এবং তিনি তা করতে পারবেন কিনা। সাধারণত, কেউ এই কথা জিজ্ঞাসা করে না বা কাউকে সেই বিলাসিতা দেওয়া হয় না।”
অর্ধশতরান থেকে আর মাত্র ১০ রান দূরে রয়েছেন যশস্বী জয়সওয়াল
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটিতে শুরুটা একদমই ভালোভাবে করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্ৰথম ইনিংসে স্কোরবোর্ডে তারা ৬৪.৩ ওভারে ১০ উইকেটে ১৫০ রান তুলতে সক্ষম হয়। তাদের দলের হয়ে সর্বোচ্চ রান করেন অ্যালিক অ্যাথানজে। তিনি ৯৯ বলে ৪৭ রান করেন। রবিচন্দ্রন অশ্বিন ৫টি উইকেট নেন।
ব্যাট করতে নেমে ভারত শুরুটা বেশ ভালোভাবেই করেছে। এখনও পর্যন্ত একটিও উইকেট হারায়নি তারা এবং স্কোরবোর্ডে ইতিমধ্যেই ৮০ রান উঠে গেছে। যশস্বী জয়সওয়াল ৪০ রান করে অপরাজিত রয়েছেন। অন্যদিকে, অধিনায়ক রোহিত শর্মা ৩০* রান করেছেন। দ্বিতীয় দিনের খেলায় কি হয় সেটাই এখন দেখার বিষয়।
The post “সাধারণত, ভারতীয় ক্রিকেটে এমন কথা শোনা যায় না” – ব্যাটিং ক্রমে পরিবর্তনের জন্য শুভমন গিলের অনুরোধ নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.