Rohit Sharma. (Photo Source: Disney+Hotstar)
ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত সিরিজ জয়। শেষ ম্যাচে ধরমশালায় ব্রিটিশ বাহিনীকে মাথা তুলে দাঁড়ানোর কোনও সুযোগই দেয়নি ভারতীয় দল। এই ম্যাচেও ব্যাট হাতে বড় রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। নিজের পারফরম্যান্স যে নিয়ে রোহিত শর্মা যে বেশ উচ্ছ্বসিত তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে তেমনই কথা কথা শোনা গেল ভারতীয় দলের অধিনায়কের মুখ থেকে। একইসঙ্গে তাঁর অবসরের নিয়ে গুঞ্জন প্রসঙ্গেও মুখ খুলেছেন ভারতীয় দলের অধিনায়ক। এই মুহূর্তেই যে রোহিত শর্মার অবসরের কোনও ভাবনা নেই, তা রোহিত শর্মার কথা থেকেই স্পষ্ট।
সদ্য শেষ হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানে প্রথম দুটো টেস্টে অবশ্য খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি রোহিত শর্মা। সেই থেকেই টেস্টের মঞ্চে তাঁর পারফরম্যান্স নিয়ে শুরু হয়ে গিয়েছিল নানান হিসাব নিকাশ। ভারত অধিনায়ক অবশ্য মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন। বাইশগজেই জবাবটা দেবেন বলে ভেবে নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। এরপরই তিনটি টেস্টে দুটো সেঞ্চুরী ইনিংস খেলা হয়ে গিয়েছে রোহিত শর্মা।
ধরমশালায় ১০৩ রানের ইনিংস খেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
কিন্তু রোহিত শর্মাকে ভারতীয় দলের জার্সিতে আর কতদিন দেখা যাবে তা নিয়ে একটা গুঞ্জন চলছেই। এই টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের অধিনায়ক থাকবেন তিনি। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দল যদি পৌঁছয় সেখানে আদৌ রোহিত শর্মাকে অধিনায়ক হিসাবে দেখা যাবে কিনা তা নিয়ে নানান কথাবার্তাই চলছে। ইংল্যান্ডকে হারানোর পরই রোহিত শর্মা সেই প্রসঙ্গে মুখ খুলেছেন। আপাতত শেষ কয়েক বছরে নিজের পারফরম্যান্স নিয়ে বেশ স্বস্তিতেই রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক।
ম্যাচ শেষে রোহিত শর্মা জানিয়েছেন, “একদিন জেগে ওঠার পর আমি যখন বুঝতে পারব যে সবকিছু ঠিকঠাক নেই, সেদিন আমি সরাসরি অবসর নিয়ে নেব। কিন্তু শেষ কয়েক বছরে আমি সেরা ক্রিকেট খেলেছি”।
ম্যাচ শেষে রোহিত শর্মার প্রশংসা শোনা গিয়েছে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের মুখ থেকেও। এই সিরিজে রোহিত শর্মার পারফরম্যান্সকে কুর্ণিশ জানিয়েছেন দ্রাবিড়। ধরমশালাতেও সেঞ্চুরী ইনিংস খেলেছেন রোহিত শর্মা। ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। ততদিন যে ভারতীয় দলের অধিনায়কের পদে রোহিত শর্মাকেই দেখাযাচ্ছে তা বলাই বাহুল্য।
The post সিরিজ শেষেই অবসর প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.