Travis Head. (Photo by Quinn Rooney/Getty Images)
বিশ্বকাপের মঞ্চে এবার শুরুটা একেবারেই বালভাবে করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এমন পরিস্থিতিতে যে অস্ট্রেলিয়া দলকে নিয়ে নানান সমালোচনা শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার প্রাক্তন থেকে বিশেষজ্ঞকরা তাদের সমালোচনায় মুখর হয়েছেন। এমন পরিস্থিতিতেই অস্ট্রেলিয়া শিবিরের জন্য খানিকটা হলেও স্বস্তির খবর। শোনাযাচ্ছে চোট সারিয়ে শীঘ্রই অস্ট্রেলিয়া শিবিরে ফিতে চলেছেন ট্রেভিস হোড। এবার দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীনই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন।
অস্ট্রেলিয়া শিবিরের ওপেনার ট্রেভিস হেড। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলাকালিনই হাতে বড়সড় চোট পান তিনি। আর সেই চোটের কারণেই বিশ্বকাপের মঞ্চে নেই এই তারকা ক্রিকেটার। এমন পরিস্থিতিতে যে অস্ট্রেলিয়া শিবির খানিকটা হলেও চিন্তাতেও পড়েছে তা বলার অপেক্ষা। তাঁর বিশ্বকাপের মঞ্চে না থাকার প্রভাবটাও অস্ট্রেলিয়া শিবিরে বেশ ভালভাবে পড়েছে। ডেভিড ওয়ার্নারের সঙ্গে মিচেল মার্শ সেই জায়গায় ব্যাটিং করতে নামলেও দুই ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলার মাঝেই চোট পেয়েছিলেন ট্রেভিস হেড
এবার শোনাযাচ্ছে ট্রেভিস হেড নাকি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। বিশ্বকাপের মাঝেই অস্ট্রেলিয়া শিবিরে যোগ দিতে চলেছেন এই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়া শিবিরের হয়ে ওপেনিংয়ে দুরন্ত ছন্দে ছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে হঠাত্ চোট পাওয়ায় তা€ংর হাতে হাল্কা চিড় ধরা পড়েছিল। যদিও তা অস্ত্রোপচার করতে হয়নি। এমন পরিস্থিতিতে রিহ্যাব চলছিল ট্রেভিস হেডের। এবার বিশ্বকাপের মঞ্চে ফেরার অপেক্ষায় রয়েছেন সকলে। অস্ট্রেলিয়ার হয়ে কোন মন্যাচ থেকে ট্রেভিস হেড ব্যাট হাতে ফের একবার ওপেন করতে নামেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এই প্রসঙ্গে ট্রেভিস হেড জানিয়েছেন, “সবকিছু ভালভাবেই হচ্ছে এবং আমাদের আশার থেকেও তাড়াতাড়ি হচ্ছে। আমরা অস্ত্রোপচারের দিকে যাইনিষ কারণ সেখানে শোনা গিয়েছিল যে প্রায় দশ সপ্তাহ লাগতে পারে সেরে উঠতে। কিন্তু এই পরিস্থিতিতে ছয় সপ্তাহই লাগবে। যার ফলে আমি বিশ্বকাপের মঞ্চে খেলতে পারব। তবুও কতটা তাড়াতাড়ি সেরে ওঠে সেদিকইৃেই এখন তাকিয়ে রয়েছি আমরা সকলে। আমি আশা করছি এই সপ্তাহের শেষেই অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দিতে পারব”।
ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচে নেমেছিল অস্ট্রেলিয়া। দুই জায়গাতেই চূড়ান্ত ব্যর্থ হয়ে ফিরতে হয়েছিল অজিদের। দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার চূড়ান্ত খারাপ ব্যাটিং পারফরম্যান্স দেখা গিয়েছিল। তৃতীয় ম্যাচ থেকেই অজিরা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
The post সুস্থ হয়ে উঠছেন ট্রেভিস হেড, আগামী সপ্তাহের শেষেই অস্ট্রেলিয়া শিবিরে যোগ দিতে পারেন তিনি appeared first on CricTracker Bengali.










