সূর্যকুমার যাদবের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা টিম ইন্ডিয়ার

ডিসে. 6, 2023

Spread the love

India Team. ( Photo Source: Pankaj Nangia/Getty Images )

আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করতে চলেছে ভাতীয় দল। সেই লক্ষ্যেই বুধবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে যাত্রা শুরু ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের। রিঙ্কু সিং, জীতেশ শর্মা সহ বাকি ক্রিকেটাররা বুধবারই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তরুণ ক্রিকেটারদেরই টি টোয়েন্টি সিরিজে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই টিম ইন্ডিয়ার সাফল্য আসে কিনা তা তো সময়ই বলবে। বুধবারই যাত্রা শুরু করলেন রিঙ্কু সিংরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি টোয়েন্টি দলের নেতৃত্ব রয়েছে সূর্যকুমার যাদবের কাঁধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর নেতৃত্বেই ৪-১ ব্যবধানে জিতেছে ভারতীয় দল।  সেই কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এই সূর্যকুমার যাদবের ওপরই নেতৃত্বের ভার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রোটিয়াদের বিরুদ্ধেও তরুণ ব্রিগেডকেই নামানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই দলে তরুণ ক্রিকেটারদের পাশাপেশি সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব, মহম্মদ সিজের মতো তারকা ক্রিকেটাররা। তবে এই সিরিজেও সকলের নজর রয়েছে রিুঙ্কু সিংয়ের দিকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব

ভারতীয় দলের হয়ে এই সিরিজে পাঁচ নম্বরে নামছেন এই তরুণ ক্রিকেটার। প্রথম ম্যাচে শেষপর্যন্ত থেকে নিখুঁতভাবে ম্যাচ ফিনিশ করে মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে সেই একই পারফরম্যান্সের ঝলক দেখা গিয়েছিল। দ্বিতীয় টি টোয়েন্টিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। ৯ বলে তাঁর ৩১ রানের ইনিংস জুড়ে ছিল চারটি বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি। সেই পারফরম্যান্স দেখে ম্যাচ শেষেই নিজের স্বস্তির কথা জানিয়েছিলেন সূর্যকুমার যাদব।

VIDEO | Indian cricket team left for South Africa from Bengaluru earlier today. The Indian team will tour South Africa from December 10 to January 7 to play 3 T20Is, 3 ODIs and 2 Tests.#INDvsSA pic.twitter.com/ez4mBMaR5k

— Press Trust of India (@PTI_News) December 6, 2023

চতুর্থ ম্যাচেও শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন রিঙ্কু সিং। তাঁর হাত ধরেই যে ভারতীয় দল নিজেদের লক্ষ্যে পৌঁছতে পেরেছিল তা বলার অপেক্ষা রাখে না। সিরিজের প্রতিটি ম্যাচেই নিজের সেরা পারফরম্যান্সের পরিচয় দিচ্ছেন রিঙ্কু সিং। এবারের আইপিএলেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও সুযোগ পেয়েছেন তিনি। সেখানেও নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

রিঙ্কু সিংয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন জীতেশ শর্মা, রবি বিষ্ণোইরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তারা সেই পারফরম্যান্স দেখাতে পারবেন বলে আশাবাদী সকলে। সেই লক্ষ্য বুধবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা শুরু করল টিম ইন্ডিয়া। ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল।

The post সূর্যকুমার যাদবের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা টিম ইন্ডিয়ার appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador