Salman Butt. (Photo by ARIF ALI/AFP via Getty Images)
সেঞ্চুরিয়নে প্ৰথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক হারের মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এই হারের পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সালমান বাট ভারতের নির্বাচনের সমালোচনা করেছেন। উল্লেখযোগ্যভাবে, প্ৰথম টেস্ট ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা এক ইনিংস এবং ৩২ রানে জয় পেতে সক্ষম হয়েছিল।
সালমান বাট বলেছেন যে প্ৰথম টেস্টে প্রসিদ্ধ কৃষ্ণ অথবা শার্দুল ঠাকুরের পরিবর্তে ভারতের অর্শদীপ সিংকে প্ৰথম একাদশে জায়গা দেওয়া উচিত ছিল। প্ৰথম টেস্টে মহম্মদ সিরাজের পারফরম্যান্স বেশ ভালোই ছিল। তিনি ২টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে, স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ১টি উইকেট শিকার করেছিলেন। তবে তিনি বেশি রান দেননি। প্রসিদ্ধ কৃষ্ণ এবং শার্দুল ঠাকুর উভয়েই ১টি করে উইকেট নিয়েছিলেন। তবে তারা অনেক রান খরচ করেছিলেন। যার ফলে স্কোরবোর্ডে অনেক বড় রান তুলতে সক্ষম হয়েছিল দক্ষিণ আফ্রিকা। শার্দুল ঠাকুর ১৯ ওভারে ১০১ রান দিয়েছিলেন। অন্যদিকে, প্রসিদ্ধ কৃষ্ণ ২০ ওভারে ৯৩ রান খরচ করেছিলেন।
সালমান বাট নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “সেঞ্চুরিয়নে প্রসিদ্ধ কৃষ্ণ এবং শার্দুল ঠাকুরের পরিবর্তে ভারতের অর্শদীপ সিংকে নেওয়া উচিত ছিল। তিনি ১৩৫ কিমির বেশি গতিতে বল করেন এবং বল উভয় দিকেই সুইং করান। তিনি হয়তো টেস্টে কার্যকর হতেন। প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর অনেক সহজ বল দিয়েছিলেন, যার ফলে দক্ষিণ আফ্রিকা অনেক বাউন্ডারি মারতে সক্ষম হয়েছিল। এটি কখনই মনে হয় না যে এই দুজন ব্যাটারদের চ্যালেঞ্জ করতে পারে।”
দ্বিতীয় টেস্টে আভেশ খানের অভিষেক হতে পারে
প্ৰথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টের জন্য আভেশ খানকে দলে যোগ করেছে ভারত। তিনি অভিজ্ঞ পেসার মহম্মদ শামির স্থলাভিষিক্ত হয়েছেন। শামির নাম এই সিরিজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মেডিকেল দলের কাছ থেকে তিনি খেলার ছাড়পত্র পাননি।
আভেশ খান এখনও পর্যন্ত একটিও আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেননি। প্ৰথম শ্রেণীর ক্রিকেটে ২৭ বছর বয়সী এই পেসার ২২.২৭ গড়ে মোট ১৫৪টি উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজটিতে তিনি খেলেছিলেন। সেটিতে তিনি ৬টি উইকেট শিকার করতে সক্ষম হয়েছিলেন। শেষমেশ দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে প্ৰথম একাদশে তিনি জায়গা করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
The post “সেঞ্চুরিয়নে প্রসিদ্ধ কৃষ্ণ অথবা শার্দুল ঠাকুরের পরিবর্তে ভারতের অর্শদীপ সিংকে নেওয়া উচিত ছিল” – সালমান বাট appeared first on CricTracker Bengali.










