Gautam Gambhir. (Photo Source: Twitter)
ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত গতিতে এগিয়ে চললেও, সেই ভারতের সামনেই থেমে গিয়েছে দক্ষিণ আফ্রিকার বিজয়রথ। ইডেন গার্ডেন্সে টিম ইন্ডিয়ার কাছে বিশ্রী হার হয়েছে প্রোটিয়া শিবিরের। ব্যাট থেকে বোলিং কোনও জায়গাতেই ভারতীয় দলের বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে তো একেবারেই বিশ্রী পারফরম্যান্স করেছিল তারা। রবীন্দ্র জাদেজার সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। এবার সেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং নিয়েই মুখ খুললেন গৌতম গম্ভীর।
ভারতের স্পিন আক্রমণের সামনে মাথা তুলে দাঁডাতেই পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। টেম্বা বাভুমা, ডেভিড মিলারদের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই এবার দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন গৌতম গম্ভীর। তাঁর মতে যেখানে সঠিকভাবে স্পিন আক্রমণ হবে সেখানেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ এমনভাবে ধসে পড়বে। দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে পৌঁছে গেলেও, তাদের উদ্দেশ্যে যে গৌতম গম্ভীর সতর্কবার্তা দিয়ে রাখলেন তা বলার অপেক্ষা রাখে না।
রবীন্দ্র জাদেজা একাই ৫ উইকেট তুলে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
এই প্রসঙ্গেই গৌতম গম্ভীর জানিয়েছেন, “দক্ষিণ আফ্রিকার সামনে এভাবেই পিচে চ্যালেঞ্জ থাকতে চলেছে। বিশেষ করে সেখানে যদি পিচে স্পিনের গ্রিপ থাকে। অবশ্যই তারা এই বিশ্বকাপের মঞ্চে ৩৫ থেকে ৪০০ রান করেছে। কিন্তু সেটা বেশীরভাগ সময়ই করেছে ওয়াংখেড়ে ও দিল্লিতে। বেশীরভাগ ক্ষেত্রেই ফ্ল্যাট উইকেট ও ছোট বাউন্ডারিতে তা হয়েছে। যখনই স্পিন আক্রমণে আসবে সেই সময়ই দক্ষিণ আফ্রিকার সামনে বড় চ্যালেঞ্জ আসবে। তাদের ভাবনা হওয়াটা উচিত্ যে সেমিফাইনাল তারা ইডেন গার্ডেন্সে খেলতে নামবে”।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ ওভার বোলিং করে মাত্র ৩৩ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন ৫ উইকেট। প্রোটিয়াদের বিরুদ্ধে হেনরিখ ক্লাসেন, টেম্বা বাভুমা, ডেভিড মিলার, কেশভ মহারাজ এবং কাগিসো রাবাডাকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আগামী ম্যাচেও রবীন্দ্র জাদেজা সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।
ভারতের স্পিন আক্রমণের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ১০০ রানের গন্ডীও টপকাতে পারেননি তারা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে রয়েছেন সকলে। দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যে বাড়তি সতর্কতা জারি করছেন গৌতম গম্ভীর তা বলার অপেক্ষা রাখে না।
The post স্পিন আক্রমণ দক্ষিণ আফ্রিকার সামনে বড় চ্যালেঞ্জ হতে পারে, মনে করছেন গৌতম গম্ভীর appeared first on CricTracker Bengali.










