Jason Holder. ( Photo Source: Twitter )
বৃহস্পতিবার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট এবং ওডিাই সিরিজে না পারলেও ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে কিন্তু জয় দিয়েই যাত্রা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ বাহিনী। যদিও এই আনন্দের মাঝেও খানিকটা দুঃসংবাক ক্যারিবিয়ান ব্রিগেডে। একইসঙ্গে ভারতীয় শিবিরেও নমেমে এসেছেন আইসিসির শাস্তির খাড়া। হারের পাশাপাশি স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফি কাটা গেল ভারতীয় দলের। সেইসহ্গে ওয়েস্ট িন্ডিজেরও স্লো ওভার রেটের জন্যকাটা গেল ম্যাচ ফি।
বোলিংয়ের সময় দুই দলই নিরক্ধারিত সময়য়ের মধ্যে বোলিং শেষ করেত পারেনি। র তার জেকেই আইসিসির শাস্তির আওতায় পড়েছে তারা। নির্ধারিত সময়ের পরই এক ওবার সেষ হয়েছিল টিম ইন্ডিয়ার। সেই কারণেই ভারতীয় দলের পাঁচ শতাংশ ম্যাচ ফি কেটে নিয়েছে আইসিসি। অন্যদিকে একই সমস্যায় পড়েছে ওয়েস্ট ইন্ডিজও। তারাও বোলিংয়ের সময় নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেননি। দুই ওভার বাকি ছিল ওয়েস্ট ইন্ডিজের। ভারতের পাঁস শতাংশ কাটা গেলেও ওয়েস্ট ইন্ডিজের দশ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে স্লো ওভার রেটের জন্য।
ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ম্যাচে ৪ রানে হেরে গিয়েছে ভারতীয় দল
টস জিতে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। সেখানেই ভারতীয় বোলারদের দাপচের সামনে ১৪৯ রানেই খথেমে গিয়েছিল ক্যারিবিয়ান ব্রিগদেড। টি টোয়েন্টি তে এই রান কাড়া করাটা যে খুব একটাকটিন কাজ নয়তা বলাই যায়। কিন্তু ভারতীয় ব্যাটাররা শুরুটা খুব একটাা ভালভাবে করতে পারেনি। আর তাতেই কার্যত ওয়েস্ট ইন্ডিজের জয়ের রাস্তাটা আরও পাকা হয়ে গিয়েছিল। এরপর ম্যাচের ১৬ তম ওভারে জেসন হোল্ডারের অসাধারণ স্পেল। সেখানে ২ উইকেট তোলার সহ্গে সেই ওভার মেডেনও দিয়েছিলেন জেসন হোল্ডার।
টি টোয়েনন্টি ফর্ম্যাটে ভারতের মতো দলের কাছে ১৪৯ যে এই রান খুব একটা বেশী ছিল না তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের সামনে ভারতীয় দলের তারকা ব্যাটাররাও এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। শুভমন গিল, ঈশান কিষাণ থেকে সূর্যকুমার যাদব। সকলেই সাজঘরে ফিরে গিয়েছিলেন তাড়াতাড়ি। হার্দিক পন্ডিয়াও বড় পারফরম্যান্স দেখাতে পারেননি এই ম্যাচে। শেষপর্যন্ত ৪ রানে ওযেস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।
সেই ম্যাচে খালি হাতেই মাঠছাড়তে হয়েছে ভারতীয় দলকে। সেই সঙ্গে এবার স্লোওভার রেটের জন্য পয়েন্ট খোয়া গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত, দুই দলেরই।
The post স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফি কাটা গেল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের appeared first on CricTracker Bengali.