১৯৭৫ সালের বিশ্বকাপের মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন

সেপ্টে. 19, 2023

No tags for this post.
Spread the love

Team India. (Photo Source: Bob Thomas Sports Photography via Getty Images)

১৯৭৫ সালে ক্রিকেটের প্ৰথম বিশ্বকাপটি খেলা হয়েছিল। এই বিশ্বকাপটির আয়োজক দেশ ছিল ইংল্যান্ড। এই টুর্নামেন্টটিতে মোট ৮টি দেশ অংশগ্রহণ করেছিল। ১৯৭৫ সালের বিশ্বকাপে ভারত খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি। এই বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন।

এই বিশ্বকাপে ভারতকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল। ফাইনাল ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৬০ ওভারে ৮ উইকেটে ২৯১ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে ৫৮.৪ ওভারে ২৭৪ রানে অলআউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সুতরাং, প্ৰথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

১. ভারত বনাম ইংল্যান্ড (ম্যাচ ১)

Mike Denness. (Photo Source: S&G/PA Images via Getty Images)

১৯৭৫ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত এবং ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছিল। ভারতীয় দল এই ম্যাচটিতে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিল। ইংল্যান্ড ৬০ ওভারে ৪ উইকেটে ৩৩৪ রান করেছিল। ডেনিস অ্যামিস ১৪৭ বলে ১৩৭ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। তার ইনিংসে ছিল ১৮টি চার। ক্রিস ওল্ড ৩০ বলে অপরাজিত ৫১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সৈয়দ আবিদ আলি ২টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন।

ভারত রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ৬০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান তুলতে সক্ষম হয়েছিল। সুনীল গাভাস্কার ১৭৪ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন। গুন্ডাপ্পা বিশ্বনাথ ৫৯ বলে ৩৭ রান করেছিলেন। এই ম্যাচটিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন ডেনিস অ্যামিস।

২. ভারত বনাম পূর্ব আফ্রিকা (ম্যাচ ৬)

Sunil Gavaskar. (Photo Source: Hulton Archive/Getty Images)

ভারতীয় দল এই ম্যাচটিতে জয় পেয়েছিল। ভারতের বোলিংয়ের দাপটে পূর্ব আফ্রিকা ৫৫.৩ ওভারে মাত্র ১২০ রানে অলআউট হয়ে গিয়েছিল। জওয়াহির শাহ পূর্ব আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। তিনি ৮৪ বলে ৩৭ রান করতে সক্ষম হয়েছিলেন। মদন লাল ৩টি উইকেট শিকার করেছিলেন। সৈয়দ আবিদ আলি এবং মহিন্দর অমরনাথ ২টি করে উইকেট নিয়েছিলেন।

ভারত খুব সহজেই রানের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। ২৯.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২৩ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল ভারত। সুনীল গাভাস্কার এবং ফারুক ইঞ্জিনিয়ার যথাক্রমে ৮৬ বলে ৬৫ রান এবং ৯৩ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন। এই ম্যাচে ফারুক ইঞ্জিনিয়ারকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছিল।

৩. ভারত বনাম নিউজিল্যান্ড (ম্যাচ ১০)

Team India. (Photo Source: S&G/PA Images via Getty Images)

এই বিশ্বকাপে এটি ছিল ভারতের শেষ ম্যাচ। ভারত প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৬০ ওভারে ১০ উইকেটে ২৩০ রান তুলতে সক্ষম হয়েছিল। সৈয়দ আবিদ আলি ৯৮ বলে ৭০ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। ব্রায়ান ম্যাককেনি ৩টি উইকেট নিয়েছিলেন। রিচার্ড হ্যাডলি, ডেইল হ্যাডলি এবং হেডলি হাওয়ার্থ ২টি করে উইকেট পেয়েছিলেন।

নিউজিল্যান্ড ৫৮.৫ ওভারে ৬ উইকেটে ২৩৩ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। গ্লেন টার্নার ১৭৭ বলে অপরাজিত ১১৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। তিনিই এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন। সৈয়দ আবিদ আলি ২টি উইকেট নিয়েছিলেন।

The post ১৯৭৫ সালের বিশ্বকাপের মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8