Ambati Rayudu and Ranveer Allahbadia. (Photo Source: YouTube/BeerBiceps)
সম্প্রতি, ওডিআই বিশ্বকাপ ২০১৯-এর জন্য ভারতীয় দল থেকে বাদ পড়ার ব্যাপারে মুখ খুলেছেন আম্বাতি রায়ডু। উল্লেখযোগ্যভাবে, সেই বিশ্বকাপে দলে জায়গা পাওয়ার দৌড়ে রায়ডুকে পিছনে ফেলে দিয়েছিলেন বিজয় শঙ্কর। সেই সময় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান নির্বাচক ছিলেন এমএসকে প্রসাদ। দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে তার প্ৰথম পছন্দ ছিলেন বিজয় শঙ্কর।
দ্য রণবীর শোতে আম্বাতি রায়ডু বলেন, “সেই টিম ম্যানেজমেন্ট ভেবেছিল যে আমি শান্ত থাকি এবং সবসময় নিজেকে নিয়ে থাকি। তারা ভেবেছিল হয়তো আমি খুব বেশি আত্মবিশ্বাসী নই। তারা মাঝেমাঝে এরকম বাজে দেখায়। আপনি কিভাবে কাউকে দেখে তাদের আত্মবিশ্বাসের বিচার করতে পারেন?”
এছাড়াও আম্বাতি রায়ডু বলেছেন যে তাকে না নিলেও তার বদলে টিম ম্যানেজমেন্টের অজিঙ্কা রাহানেকে দলে নেওয়া উচিত ছিল। তিনি তৎকালীন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের সমালোচনাও করেছেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যোগ করেছেন, “হয়তো হ্যাঁ (৪ নম্বর জায়গাটা আমার ছিল), সেই বিশ্বকাপ (২০১৯), হ্যাঁ। আমি অনেক সাক্ষাৎকারে বলেছি, আমি না থাকলে সেখানে অজ্জু (অজিঙ্কা রাহানে) ছিল। আপনারা এই বিশ্বকাপের জন্য যেমন শ্রেয়স আইয়ারকে নিয়েছিলেন, সেইবার চার নম্বরের জন্য সঠিক ব্যাটারকে নেননি কেন? এটা সত্যিই জঘন্য ছিল। আপনারা কোনো ব্যক্তিগত লিগ টুর্নামেন্টে যাচ্ছেন না, আপনারা বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। সেই সময় যখন ম্যানেজমেন্টকে কোন সিদ্ধান্ত নিতে হত তখন তারা নিজেদের কাছে সৎ থাকতেন না। যাইহোক, রোহিত সবকিছু খুব ভালোভাবে সামলাচ্ছেন, তিনি দুর্দান্তভাবে অধিনায়কত্ব করছেন।”
ওডিআই বিশ্বকাপ ২০১৯-এ বিজয় শঙ্করের পারফরম্যান্স তেমন নজরকাড়া ছিল না
ওডিআই বিশ্বকাপ ২০১৯-এ ৩টি ইনিংস খেলে মাত্র ৫৮ রান করতে সক্ষম হয়েছিলেন বিজয় শঙ্কর। অন্যদিকে, ৩২টি বল করে ২টি উইকেট পেয়েছিলেন তিনি। এরপর তিনি চোট পেয়েছিলেন এবং টুর্নামেন্টটি থেকে ছিটকে গিয়েছিলেন। তার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছিলেন মায়াঙ্ক আগরওয়াল। উল্লেখযোগ্যভাবে, ওডিআই বিশ্বকাপ ২০১৯-এ সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।
এই ঘটনার পর আম্বাতি রায়ডু আর ভারতীয় দলের হয়ে খেলেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ খেলার পর তিনি সমস্ত ধরণের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেন। উল্লেখযোগ্যভাবে, তিনি আইপিএল ২০২৩-এর শিরোপাজয়ী দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অংশ ছিলেন।
The post “২০১৯ সালে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট বাজে যুক্তি নিয়ে এসেছিল, তারা ভেবেছিল আমি আত্মবিশ্বাসী নই” – আম্বাতি রায়ডু appeared first on CricTracker Bengali.










