Kagiso Rabada, Ravichandran Ashwin and Kane Williamson. (Photo Source: Hagen Hopkins, Sydney Seshibedi, Lee Warren/Gallo Images)
সম্প্রতি, লাল বলের ক্রিকেটের জন্য সেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, যার নেতৃত্বে জুন মাসে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) শিরোপা জিতেছিল তাকেই এই দলের অধিনায়ক করা হয়েছে। আয়ারল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার লোরকান টাকারও এই দলে জায়গা করে নিয়েছেন। ভারতের দুইজন খেলোয়াড়ের নাম ক্রিকেট অস্ট্রেলিয়ার পছন্দের এই টেস্ট একাদশে রয়েছে। উল্লেখযোগ্যভাবে, বিরাট কোহলি এই দলে জায়গা করে নিতে পারেননি।
উসমান খাওয়াজা এবং দিমুথ করুনারত্নেকে ওপেনিং জুটিতে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২৩ সালে ৫২.৬০ গড়ের সাথে রান করেছেন খাওয়াজা। অন্যদিকে, করুনারত্নে ৬০.৮০ গড়ের সাথে ৬০৮ রান করেছেন। তিন নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। এই বছর তিনি ৭টি ম্যাচ খেলে ৬৯৬ রান করেছেন।
মিডল অর্ডারে রয়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার জো রুট এবং হ্যারি ব্রুক। তারা দুজনে মিলে ১১টি অর্ধশতরান এবং ৩টি শতরান সহ ১৫০০-এরও বেশি রান করেছেন। এর পরেই রয়েছেন লোরকান টাকার। আয়ারল্যান্ডের এই উইকেটরক্ষক-ব্যাটার ৪টি ম্যাচ খেলে ৩৫১ রান করতে সক্ষম হয়েছেন।
রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা এই দলে জায়গা করে নিয়েছেন
লোয়ার মিডল অর্ডারে দুই অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন। ২০২৩ সালে ২৮১ রান করার পাশাপাশি ৩৩টি উইকেট নিয়েছেন জাদেজা। অন্যদিকে, অশ্বিন ১৭.১০ গড়ের সাথে ৪১টি উইকেট শিকার করেছেন। এরপরেই রয়েছেন প্যাট কামিন্স। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে অনবদ্য পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
এরপরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ পেসার কাগিসো রাবাডা। এই বছর তিনি ৪টি টেস্ট খেলে ২০টি উইকেট শিকার করতে সক্ষম হয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডও এই দলে রয়েছেন। তিনি অ্যাশেজ সিরিজ ২০২৩ শেষ হওয়ার পরে অবসর নিয়েছিলেন। এই বছর তিনি ৮টি টেস্ট খেলে ২৬.২৮ গড়ের সাথে ৩৮টি উইকেট নিয়েছেন।
৩রা জানুয়ারি, বুধবার থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামবে অস্ট্রেলিয়া। এই সিরিজটিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।
২০২৩ সালের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই করা সেরা টেস্ট একাদশ: উসমান খাওয়াজা, দিমুথ করুনারত্নে, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, লোরকান টাকার (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স (অধিনায়ক), কাগিসো রাবাডা, স্টুয়ার্ট ব্রড।
The post ২০২৩ সালের জন্য সেরা টেস্ট একাদশ ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া appeared first on CricTracker Bengali.










