Australia Cricket Team. (Photo Source: Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)
প্রতিবছরের মতো ২০২৩-এও বিশ্ব ক্রিকেট অনেককিছু অর্জন করেছে। এই বছর ক্রিকেটের মঞ্চ বিভিন্ন সিরিজ এবং টুর্নামেন্টে পরিপূর্ণ ছিল। ক্রিকেট ভক্তরা অনেক রুদ্ধশ্বাস ম্যাচ এবং বিশেষ মুহূর্ত উপভোগ করার সুযোগ পেয়েছে। উল্লেখযোগ্যভাবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ব্যর্থ হলেও এশিয়া গেমস ২০২৩-এ সফলতা পেয়েছিল ভারত।
১. এশিয়ান গেমসে ভারতের সোনা জয়
India Team Won Gold. ( Photo Source: ISHARA S. KODIKARA/AFP via Getty Images )
এইবারের এশিয়ান গেমসে ইতিহাস তৈরী করেছিল ভারতের পুরুষ ক্রিকেট দল। রুতুরাজ গায়কওয়াড়ের নেতৃত্বে সোনা জিততে সক্ষম হয়েছিল ভারতীয় দল। ফাইনালে ভারতের সামনে ছিল আফগানিস্তান। ভারত টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। আফগানিস্তান ১৮.২ ওভারে ৫ উইকেটে ১১২ রানে পৌঁছেছিল। এরপর, বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং ম্যাচটিতে কোনো ফলাফল পাওয়া যায়নি। আইসিসির টি-২০ র্যাঙ্কিংয়ে প্ৰথম স্থানে থাকার কারণে ভারতকে স্বর্ণপদক দেওয়া হয়েছিল। অন্যদিকে, আফগানিস্তান রুপোর পদক জিতেছিল।
২. ডব্লুপিএলের আগমন
WPL. (Photo Source: Twitter)
২০২৩ সালে ক্রিকেট বিশ্বে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লুপিএলের) আগমন হয়েছিল। এই টুর্নামেন্টটি ৪ঠা মার্চ থেকে শুরু হয়েছিল এবং ২৬শে মার্চ শেষ হয়েছিল। ডব্লুপিএল ২০২৩-এ মোট ৫টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করেছিল। এই ৫টি ফ্র্যাঞ্চাইজি হল – মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই), দিল্লি ক্যাপিটালস (ডিসি), ইউপি ওয়ারিয়র্জ (ইউপিডব্লু), গুজরাট জায়ান্টস (জিজি), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ডব্লুপিএলের ফাইনালে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন এমআই এবং মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন ডিসি একে অপরের মুখোমুখি হয়েছিল। ডিসি প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ২০ ওভারে ৯ উইকেটে ১৩১ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতেই ৩ উইকেটে ১৩৪ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল এমআই।
৩. অস্ট্রেলিয়ার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ট্রফি জয়
Travis Head and Marnus Labuschagne. (Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images)
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ চ্যাম্পিয়ন হয়েছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে এই বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল। সেমিফাইনালে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল অস্ট্রেলিয়া। ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের মুখোমুখি হয়েছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। প্ৰথমে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ৫০ ওভারে ১০ উইকেটে ২৪০ রান তুলতে সক্ষম হয়েছিল ভারত। ৪৩ ওভারে ৪ উইকেটে ২৪১ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। উল্লেখযোগ্যভাবে, ওডিআই বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার জন্য এটি ছিল ষষ্ঠতম ট্রফি।
The post ২০২৩ সালে বিশ্ব ক্রিকেটের প্রাপ্তিগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন appeared first on CricTracker Bengali.










