Virat Kohli. (Photo Source: Twitter)
৫ই নভেম্বর, রবিবার, ৩৫-এ পা দিতে চলেছেন বিরাট কোহলি। তার মতো একজন ব্যাটারকে পাওয়া ভারতের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার। ২০০৮ সালের ১৮ই আগস্ট তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। এরপর থেকে এখনও পর্যন্ত তার ব্যাট থেকে অনেক অসাধারণ ইনিংস দেখেছে ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ইতিমধ্যেই অনেক রেকর্ড করে ফেলেছেন।
বিরাট কোহলি এখন ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ খেলতে ব্যস্ত। তৃতীয় ওডিআই বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে নেমেছে ভারতীয় দল। বিরাট চলতি ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত অনবদ্য ফর্ম দেখিয়েছেন। তিনি ৭টি ম্যাচ খেলেছেন এবং ৪৪২ রান করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে তার ব্যাট থেকে শতরান এসেছিল।
বিরাট কোহলির জন্মদিন উপলক্ষে দেখে নেওয়া যাক তার ৫টি অনন্য রেকর্ড –
৫. টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবথেকে বেশি দ্বিশতরান
Virat Kohli. (Photo Source: Twitter)
বিরাট কোহলি ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেটে ভারতীয় দলকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিয়েছিলেন। এই সময়কালে তিনি মোট ৭টি দ্বিশতরান করেছিলেন এবং ব্রায়ান লারার রেকর্ড ভেঙে দিয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে, লারা টেস্ট অধিনায়ক হিসেবে মোট ৫টি দ্বিশতরান করতে সক্ষম হয়েছিলেন। বিরাট শ্রীলঙ্কার বিরুদ্ধে এখনও পর্যন্ত দুটি দ্বিশতরান করেছেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে তিনি ১টি করে দ্বিশতরান করেছেন।
টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ড খুবই ভালো। তিনি এই ফরম্যাটে এখনও পর্যন্ত ১১১টি ম্যাচ খেলেছেন এবং ৮৬৭৬ রান করেছেন। তিনি এই রান ৪৯.৩ গড়ের সাথে করেছেন। টেস্ট ক্রিকেটে তার নামে মোট ২৯টি শতরান রয়েছে। এই ফরম্যাটে তার সর্বোচ্চ স্কোর হল ২৫৪*।
৪. আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২৬০০০ রান
Virat Kohli. (Photo Source: Twitter)
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২৬০০০ রান সম্পূর্ণ করেছিলেন বিরাট কোহলি। তিনি তার ৫৬৭ তম ইনিংসে এই মাইলফলকটি স্পর্শ করেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই ২৬২০৯ রান করে ফেলেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় বিরাট কোহলি চতুর্থ স্থানে রয়েছেন। এই তালিকার প্ৰথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে সচিন তেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিং রয়েছেন।
৩. একটি দলের বিরুদ্ধে সবথেকে বেশি শতরান
Virat Kohli. (Photo Source: Twitter)
শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট কোহলি এখনও পর্যন্ত মোট ১০টি শতরান করেছেন। একটি দলের বিরুদ্ধে এর থেকে বেশি শতরান বিশ্বের আর কোনো ব্যাটার করতে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাটের ২৫৯৪ রান রয়েছে। তিনি এই রান ৬৩.২৬ গড় এবং ৯৩.৯১ স্ট্রাইক রেটের সাথে করেছেন।
শ্রীলঙ্কার পর বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবথেকে বেশি শতরান করেছেন। তাদের বিরুদ্ধে কোহলির ৯টি শতরান রয়েছে। উল্লেখযোগ্যভাবে, তিনি তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত ২২৬১ রান করেছেন।
২. ওডিআই ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ১৩০০০ রান
Virat Kohli. (Photo Source: Twitter)
ওডিআই ক্রিকেটে ১৩০০০ রানে পৌঁছতে সচিন তেন্ডুলকারের ৩২১টি ইনিংসের প্রয়োজন হয়েছিল। বিরাট কোহলি মাত্র ২৬৭টি ইনিংস খেলে এই মাইলফলকটি স্পর্শ করেছিলেন এবং সচিনকে পিছনে ফেলে দিয়েছিলেন।
ওডিআই ক্রিকেটেও বিরাট কোহলির রেকর্ড দুর্দান্ত। এই ফরম্যাটে তিনি এখনও পর্যন্ত ২৮৮টি ম্যাচ খেলেছেন এবং ১৩৫২৫ রান করেছেন। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৫৮.০৫ এবং ৯৩.৬৪। এই ফরম্যাটে তার নামে ৪৮টি শতরান রয়েছে।
১. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি রান
Virat Kohli. (Photo Source: Twitter)
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি রানের মালিক হলেন বিরাট কোহলি। তিনি এই ফরম্যাটে ১১৫টি ম্যাচ খেলে ৪০০৮ রান করতে সক্ষম হয়েছেন। তিনি এই রান ৫২.৭৩ গড় এবং ১৩৭.৯৬ স্ট্রাইক রেটের সাথে করেছেন।
এই ফরম্যাটে বিরাট কোহলির নামে মাত্র ১টি শতরান রয়েছে। এই শতরানটি এশিয়া কাপ ২০২২-এর মঞ্চে আফগানিস্তানের বিরুদ্ধে এসেছিল। বিরাট সেই ম্যাচটিতে ৬১ বলে ১২২ রান করে অপরাজিত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল তার ৭১ তম শতরান যা তার ৭০ তম শতরানের ১০২০ দিন পরে এসেছিল।
The post ৫ই নভেম্বর: ৩৫-এ পা দিলেন বিরাট কোহলি, এই উপলক্ষে দেখে নেওয়া যাক তার ৫টি অনন্য রেকর্ড appeared first on CricTracker Bengali.










