Virat Kohli. (Photo Source: Twitter)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে নেমেছেন বিরাট কোহি। সেই ম্যাচে তাঁর হাত থেকে বড় পারফর্ম্যান্সের লক্ষ্যেই রয়েছেন সকলে। বিরাট কোহলিও যে টেস্ট কেরিয়ারের অন্যতম সেঞ্চুরীর লক্ষ্যে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই টেস্টের প্রথম দিন কার্যত একাই ভারতীয় দলকে টেনে নিয়ে গিলেন বিরাট কোহলি। এই মুহূর্তে সেঞ্চুরীর থেকে মাত্র ১৩ রান পিছিয়ে রয়েছেন বিরাট কোহলি। সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। আর ম্যাচ শেষে সেই বিরাট কোহলিকেই প্রশংসায় ভরালেন যশস্বী জয়সওয়াল।
প্রথম দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের রান ৪ উইঅকেচটে ২৮৮। ক্রিজে ৮৭ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে এক ইনিংসই ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানে ৭৬ রানেই থেমেঠিল বিরাট কোহলির ইনিংস। সেই ম্য়াচে অবশ্য জোড়া সেঞ্চুরী এসেছিল রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের হাত ধরে। বিরাট কোহলির শতরানের স্বপ্ন হাতছাড়াই হয়েছিল। কিন্তু দ্বিতীয় টেস্টে সেই বিরাট কোহলিই যেন ভারতীয় দলের ভরসা।
প্রথম দিনের শেষে ৮৭ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি
বিরাট কোহলির এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওাল। বিরাট কোহলির মতো এমন একজন ক্রিরকেটারকে সামনে থেকে দেখতে পাওয়াটা যেমন তাঁকে আপ্লুত করছে। তেমনই বিরাট কোহলির সঙ্গে ব্যাটিং করতে নামাটাও তাঁকে মুগ্ধ করেছে। দ্বিতীয় টেস্টে অবশ্য অর্ধশতরানেই থামতে হেয়েছে যশস্বী জয়সওয়ালকে। এখন ভারতের রান এগিয়ে নিয়ে চলেছেন বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকেও বিরাট ইনিংসের অপেক্ষায় রয়েছেন সকলে।
বিরাট কোহলিকে নিয়ে নিয়ে যশস্বী জয়সওয়াল জানিয়েছেন, “তাঁকে ব্যাটিং করতে দেখাটাই অসদারণ অনুভূতি। এর বাইরে র কী বলতে পারি আমি। তাঁর সঙ্গে খেলতে পারাটাই আমার কাছে বিশেষ একটা প্রাপ্তি। ক্রিকেট হোক কী তর বাইরের কিছু বিরাট কোহলির থেকে এখনও অনেক কিছু শেখার প্রয়োজন রয়েছে। তাঁর সেই মস্তিষ্কটাকেই বোঝার চেষ্টা করছি”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালপরা শুরুট ভালভাবে কতরলেও, তারা ফেরার পরই দ্রুত সুভমন গিল, রাহানেদের উইকেট হারায় ভারতীয় দল। সেই জায়গা থেকে রান এগিয়ে নিয়েচলেছেন একা বিরাট কোহলি। প্রথম দিনের শেষে বিরাট কোহলি দাঁড়িয়ে ৮৭ রানে। তাঁর সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন বিরাট কোহলি সেঞ্চুরী ইনিংস পান কিনা সেটাই এখন দেখার।
The post ৫০০ তম টেস্টে সেঞ্চুরীর থেকে ১৩ রান দূরে বিরাট কোহলি, তাঁর ব্যাটিংয়ে আপ্লুত যশস্বী জয়সওয়াল appeared first on CricTracker Bengali.