Virat Kohli. ( Image Source: Twitter )
আগামী ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে মেডা ডুয়েল। দক্ষিণ আফ্েরিকার বিরুদ্ধে নামবে ভারত। সেই ম্যাচ ঘিরে এখন তেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সে তো সময়ই বলবে। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে রোহিত শর্মাদের ম্যাচ দেখার জন্য এখন তেকেই শহর জুড়ে উন্মাদনা বাড়তে শুরু করেছে। টিকিটের চাহিদা ইতিমধ্যেই তুঙ্গে। চলছে নানান হিসাব নিকাশ। সেই ম্যাচ সুরু হওয়ার আগেই বিরাট কোহলিকে নিয়ে বিরাট আশার সুর শোনা গেল প্রাক্তন ব্যাটিং কোচ সঢ্জয় বাঙ্গারের গলায়। তাঁর মতে ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সের গ্যালারী বিরাটময় হতে চলেছে।
৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের পাশাপাশি বিরাট কোহলিকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রা পাবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই কলকাতা জুড়ে বিরাট কোহলির জার্সির চাহিদা তুঙ্গে পৌঁছেছে। সেখানে যে বিরাট কোহলির ব্যাট থেকে বড় রানের প্রত্যাশায় রয়েছেন সকলে তাও বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ওডিআই ফর্ম্যাচে ৪৮টি সেঞ্চুরীর মালিক বিরাট কোহলি। এদিুন ইডেন গার্জডেন্সে সকলে তাঁর ৪৯ তম সেঞ্চুরীর অপেক্ষাতে রয়েছেন।
শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি
এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। যদিও কেরিয়ারের ৪৯ তম ওডিআই সেঞ্চুরীতে পৌঁছতে খানিকটা হলেও অপেক্ষা বাড়ছে এই তারকা ক্রিকেটারের। শেষ ম্যাচে ৮৮ রানেই থেমে যেতে হয়েছে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। সেই থেকেই শুরু হয়েছে নানান হিসাব নিকাশ। সেই কথা মাথায় রেখেই বিরাট কোহলিকে নিয়ে এমন মন্তব্য করেছেন সঞ্জয় বাঙ্গার। প্রাক্তন এই তারকা ক্রিকেটারের মতে আগামী ৫ নভেম্বর ইডেন গার্ডেন্স হতে চলেছে বিরাট ময়।
এই প্রসঙ্গে স্টার স্পোর্টসে সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, আগামী ৫ নভেম্বর তাঁর জন্মদিনবকে কেন্দ্র করে গোটা ইডেন গার্ডেন্স বিরাট কোহলির সমর্থনে গলা ফাটাতে চলেছে। যত থাড়াতাড়ি তিনি তাঁর কেরিয়ারের ৪৯ তম ওডিআই সেঞ্চুরী পেয়ে যান ততই ভাল হবে। কারণ সেটা করতে পারলেই আরও ভাল পারফর্ম্যান্সের দিকে মনযোগ দিতে পারবেন বিরাট কোহলি।
এবারের বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি। এই মুহূর্তে চলচি বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও তিনি। সেই বিরাট কোহলিকে নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে রয়েছে। ইডেন গার্ডেন্সে বিরাটকে স্বাগত জানাতে যে সমর্থকেরা প্রস্তুত রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post ৫ নভেম্বর ইডেন গার্ডেন্স বিরাটময় হতে চলেছে, মনে করছেন সঞ্জয় বাঙ্গার appeared first on CricTracker Bengali.










