Virat Kohli. ( Image Source: Twitter )
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেই বিশ্রী হার হয়েছে ভারতীয় দলের। এক ইনিংস ও ৩২ রানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ২০০০ রানের গন্ডী টপকাতে পারলেও, দ্বিতীয় ইনিংসে সেই জায়গা পর্যন্তও পৌঁছতে পারেনি ভারতীয় শিবির। ১৩১ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস। সেখানে ব্যাট হাতে একমাত্র সফল হয়েছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দল জিততে না পারলেও বিরাট কোহলির মুকুটে উঠেছিল নতুন মুকুট।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রাবের ইনিংস খেলার পরই কুমার সঙ্গাকারার রেকর্ড ভেঙে দিলেন এই তারকা ক্রিকেটার। এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চবার ২০০০ রানের বেশী করার রেকর্ড গড়েছেন তিনি। এই নিয়ে সাতবার এই রেকর্ড গড়লেন বিরাট কোহলি। আর ততেই টপকে গেলেন কুনার সাঙ্গাকারাকে। বিরাট কোহলির আগে পর্যন্ত একমাত্র কমার সঙ্গাকারাই ৬বার এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক মঞ্চে ২০০০-এর বেশী রান করেছিলেন। সেই এলিট তালিকাতেই বিরাট কোহলির স্থান এবার সবার ওপর।
শুধুমাত্র এই একটি রেকর্ডই নয়। এদিব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এদিনই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরান করেছেন তিনিয। সেই রানে পৌঁছনোর পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের মঞ্চে দ্বিতীয় সর্বাধিক অর্ধশতরান করার রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। তবে আফসোস একটাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন সেঞ্চুরী হাতছাড়া করেছেন বিরাট কোহলি। বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সঠিক সঙ্গ পেলে যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফলাফল অন্যরকম হতেই পারত তা বলার অপেক্ষা রাখে না।
সবচেয়ে বেশীবার এক ক্যালেন্ডার বর্ষে ২০০০+ রান
বিরাট কোহলি – ৭
কুমার সঙ্গাকারা – ৬
সচিন তেন্ডুলকর – ৫
মহেলা জয়বর্দনে – ৫
এই বছরে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। কয়েকদিন আগেই শেষ হয়ে ওডিআই বিশ্বকাপের আসর। সেখানেই বিরাট কোহলির ব্যাট থেকে ছিল রানের ঝড়। এবারের বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানেরক রেকর্ড গড়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। এছাড়া এই বছর বর্ডার গাভাসকর ট্রফিতেও বিরাট কোহলির ব্যাটে ছিল সেঞ্চুরীর ঝলক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে রান না পেলেও, দ্বিতীয় ইনিংসে রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। লড়াইটা একাই করে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু শেষরক্ষা করতে পারেননি তিনি।
The post ৭৬ রানের ইনিংস খেলে এলিট তালিকায় শীর্ষে বিরাট কোহলি appeared first on CricTracker Bengali.