৮ই জুলাই: ৫১-তে পা দিলেন সৌরভ গাঙ্গুলী, দেখে নিন তার ক্রিকেট জীবনের সেরা তিনটি পারফরম্যান্স

জুলাই 7, 2023

No tags for this post.
Spread the love

Sourav Ganguly. (Photo by Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images)

৮ই জুলাই, শনিবার, ৫১-তে পা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ২০০২ সালে তার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। ২০০৩ সালে তিনি ওডিআই বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত ভারতীয় দলকে নিয়ে গিয়েছিলেন। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হওয়ায় ভারতকে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

সৌরভ গাঙ্গুলী তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে ১০,০০০ রান সম্পূর্ণ করেছিলেন। এছাড়াও ভারতীয় হিসেবে ওডিআই ক্রিকেটে সবথেকে বেশি রান করার তালিকায় তার নাম তৃতীয় স্থানে রয়েছে। তিনি ৩১১টি একদিনের ম্যাচ খেলে ১১,৩৬৩ রান করেছেন। টেস্ট ক্রিকেটে তিনি ১১৩টি ম্যাচ খেলে ৭২১২ রান করেছেন।

তার জন্মদিনের দিন তার ক্রিকেট জীবনের সেরা তিনটি পারফরম্যান্সের দিকে দেখে নেওয়া যাক:

৩. অভিষেক ম্যাচে শতরান

Sourav Ganguly. (Photo Source: Twitter)

১৯৯৬ সালের ২০শে জুন লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করেছিলেন সৌরভ গাঙ্গুলী। তিনি তার অভিষেক ম্যাচেই একটি দুরন্ত শতরান করেছিলেন। বিদেশের মাটিতে নিজের প্ৰথম ম্যাচেই শতরান করা অবশ্যই একটি অনেক বড় প্রাপ্তি।

সেই টেস্ট ম্যাচটিতে ভারত শুধুমাত্র প্ৰথম ইনিংসেই ব্যাট করেছিল। সেই ম্যাচটি ড্র হয়েছিল। সৌরভ গাঙ্গুলী ৩০১ বলে ১৩১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। তার ইনিংসে ছিল ২০টি চার।

২. শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রান

Sourav Ganguly. (Photo Source: Twitter)

ওডিআই বিশ্বকাপ ১৯৯৯-এর ২১ তম ম্যাচে ভারত এবং শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে সৌরভ গাঙ্গুলী ১৫৮ বলে ১৮৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন। তিনি এই ইনিংসে ১৭টি চার এবং ৭টি ছয় মেরেছিলেন। ওডিআই ক্রিকেটে এটিই হল সৌরভ গাঙ্গুলীর সর্বোচ্চ রান।

সেই ম্যাচটিতে সৌরভ গাঙ্গুলী এবং রাহুল দ্রাবিড় মিলে ৩১৮ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেছিলেন। দ্রাবিড় ১৭টি চার এবং ১টি ছয় সহ ১২৯ বলে ১৪৫ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। ভারত ম্যাচটি ১৫৭ রানে জিতেছিল এবং ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন সৌরভ গাঙ্গুলী।

৩. পাকিস্তানের বিরুদ্ধে ২৩৯ রান

Sourav Ganguly. (Photo Source: Twitter)

২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটিতে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন সৌরভ গাঙ্গুলী। তিনি প্ৰথম ইনিংসে ৩৬১ বলে ২৩৯ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। তার এই ইনিংসে ছিল ৩০টি চার এবং ২টি ছয়। এটি হল টেস্ট ক্রিকেটে তার সর্বোচ্চ রান।

দ্বিতীয় ইনিংসে তিনি ১২টি চার এবং ১টি ছয় সহ ১৩৪ বলে ৯১ রান করেছিলেন। সেই ম্যাচটি ড্র হয়েছিল। তবে সিরিজটি ভারত ১-০ ব্যবধানে জিতেছিল। শেষ ম্যাচটিতে ম্যাচসেরা হওয়ায় পাশাপাশি সিরিজ সেরাও হয়েছিলেন সৌরভ গাঙ্গুলী।

The post ৮ই জুলাই: ৫১-তে পা দিলেন সৌরভ গাঙ্গুলী, দেখে নিন তার ক্রিকেট জীবনের সেরা তিনটি পারফরম্যান্স appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8