Virat Kohli. ( Photo Source: X(Twitter)
সচিন তেন্ডুলকরের সামনে তাঁর সেঞ্চুরীর রেকর্ড হয়ত ভাঙতে পারেননি বিরাট কোহলি। কিন্তু একেবারে খালি হাতে মাঠ ছাড়েননি এই তারকা ক্রিকেটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৮ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি। সেইসঙ্গেই এই বছর ওডিআই ফর্ম্যাটে ১০০০ রান সম্পূর্ণ করেছেন বিরাট কোহলি। সেইসঙ্গেই সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দিলেন তিনি। সর্বোচ্চবার ওডিআই ফর্ম্যাটে এক বছরে এক হাজার রান সম্পূর্ণ করলেন বিরাট কোহলি। বিরাট কোহলির এই নতুন রেকর্ড নিয়েই আপ্লুত সকলে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন শুরুতেই ফিরে গিয়েছেন রোহিত শর্মা। সেই জায়গা থেকেই ভারতীয় দলকে পরিস্থিতি সামাল দিয়েছিলেন বিরাট কোহলি। শুভমন গিলকে নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় পার্টনারশিপ তৈরি করে ভারকতের বড় রানের রাস্তাটাও প্রশস্ত করে দিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর সেই পারফরম্যান্সের সময়ই এই বছরে ওডিআই কেরিয়ারের এক হাদার রানের মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি। রোহিত শর্মা এবং শুভমন গিলের পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে এই বছরে ওডিআই ফর্ম্যাচটে ১০০০ রান করেছেন বিরাট কোহলি।
তৃতীয় ভারতীয় হিসাবে চলতি বছরে ওডিআই ফর্ম্যাটে এক হাজার রান করলেন বিরাট কোহলি
এর আগে সাতবার এক হাদার রান করার রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। সেই রেকর্ডটাই এদিন ভাঙলেন বিরাট কোহলি। চলতি বছরে ওডিআই ফর্ম্যাটে এক গাজার রান সম্পূর্ণ করার সঙ্গেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। এই নিয়ে আটবার ওডিআই ফর্ম্যাটে এক বছরে এক হাজার রান সম্পূর্ণ করলেন বিরাট কোহলি। এদিনের ম্যাচে মাঠেই উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর। তাঁর সামনেই তাঁর অন্যতম একটা রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। সেখানে শুরুতেই আউট হয়ে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা। চার রানে সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। সেই জায়গা থেকেই ভারতীয় দলের রানের গতি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গে শুভমন গিলের যোগ্য সঙ্গত। কঠিন পরিস্থিতি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরিস্থিতি সামাল দিয়েছিলেন বিরাট কোহলি।
সেইসঙ্গেই তাঁকে ঘিরে চড়তে শুরু করেছিল প্রত্যাশার পারদটা। সময় যত এগিয়েছিল ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। শেষপর্যন্ত ৮৮ রানের ইনিংস খেলেই থামতে হয়েছিল বিরাটকে। গোটা ইনিংসে একটিও ওভার বাউন্ডারি না থাকলেও, বিরাট কোহলির গোটা ইনিংসটা সাজানো ছিল ১১টি বাউন্ডারি দিয়ে। বিরাটের ৪৯ তম সেঞ্চুরী এই বিশ্বকাপের মঞ্চে আসে কিনা সেটাই দেখার।
The post ৮৮ রানের ইনিংস খেলে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি appeared first on CricTracker Bengali.










