Ravichandran Ashwin. ( Photo Source: BCCI )
অপেক্ষাটা ছিল বৃহস্পতিবার ধরমশালার বাইশগজে নামার। ধরমশালায় প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিনের নাম ঘো।ণার পরই তাঁক কেরিয়ারে যুক্ত হল এক নচুন মাইলস্টোন। ভারতীয় ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলার নজির গড়লেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই আপ্লুত সকলে। সেই পরিস্থিতিতেই রবিচন্দ্রন অশ্বিনকে শুভেচ্ছা পাঠালেন ভারতীয় দলের আরেক কিংবদন্তী স্পিনার অনিল কুম্বলে। বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়াতে রবিতন্দ্রন অশ্বিনকে শততম টেস্ট খেলার জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন অনিল কুম্বলে। শুধু তিনি একাই নন, রবিচন্দ্রন অশিবিনকে শুভেচ্ছা পাঠিয়েছেন প্রাক্তন বারতীয় তারকা ক্রিকেটাররাও।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একের পর এক সেরা পারফরম্যান্স দেখিয়েই চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ম্যাচ থেকেই তাঁর স্পিনের সামনে বেসামাল হতে দেখা গিয়েছে ব্রিটিশ ব্যাটারদের। সেইসঙ্গে নানান নজিরও গড়ে চলেছেন তিনি। এঅই টেস্টের মঞ্চেই কেরিয়ারের ৫০০ টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এদিন ধরমশালাতে তাঁর নামার অপেক্ষাতেই ছিলেন সকলে। টস হওয়ার পরই সেই কাঙ্খিত মুহূর্তের সাক্ষী রইলেন সকলে।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেই ৫০০ টেস্ট উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন
১৪ তম ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টের মঞ্চে শততম টেস্ট খেলার রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। কেরিয়ারের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অশ্বিন বড়সড় সাফল্য় পান কিনা সেটা তো সময়ই বলবে। তবে অশ্বিনকে নিয়ে কিন্তু আশাবাদী সকলেই। ভারতীয় দলের প্রাক্তন তেকে বিশেষজ্ঞ সকলেই রবিচন্দ্রন অশ্বিনের শততম টেস্টের খেলার এই নজিরকে শুভেচ্ছা জানিয়েছেন। অশ্বিনের সামনে এই এলিট তালিকায় রয়েছেন অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, বিরাট কোহলি, সুনীল গাভাসকর, কপিল দেব, সটিন তেন্ডুলকরের মতো তারকা ক্রিকেটাররা। সেই তালিকাতেই এবার নতুন সংযোজন রবিচন্দ্রন অশ্বিন।
Congratulations @jbairstow21 on your 💯 tests. A fantastic achievement. Go well!#INDvsENG
— Anil Kumble (@anilkumble1074) March 7, 2024
অনিসল কুম্বলে টুইট করে রবিচন্দ্রন অশ্বিনের উদ্দেশ্যে জানিয়েছেন, “কেরিয়াররে শততম টেস্টের জন্য রবিচন্দ্রন অশ্বিনকে অনেক অনেক শুভেচ্ছা। তাঁর প্রত্যেক প্রাপ্তির জন্য অনেক বেশী শুভেচ্ছা। ভারতের জন্য ধারাবাহিক ভাবে ম্যাচ জিতে চলেছেন তিনি। রবিচন্দ্রন অশ্বিন একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। আরও অনেককিছু আসার বাকি রয়েছে”।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে নেমেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। ৩-১-এ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এদিন অবশ্য ইংল্যান্ডের কাছে টস হেরেছেন রোহিত শর্মা। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ অধিনায়ক। সেখানে মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত অবশ্য কোনওরকম উইকেট পাননি অশ্বিন। ধরমশালাতে অশ্বিনের সাফল্য দেখার অপেক্ষাতেই রয়েছেন গোটা দেশ।
The post অশ্বিনের শততম টেস্টে শুভেচ্ছা অনিল কুম্বলের appeared first on CricTracker Bengali.