Lucknow Stadium Hoarding. ( Image Source: Disney + Hotstar )
এবারই প্রথম বিশ্বকা্পের ম্যাচ পেয়েছে লখনউ। সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচ চলার মাঝেই বিপত্তি। প্রবল ঝড়ের ফলে হঠাত্ই ভেঙে পড়ল স্টেডিয়ামের বেশ কয়েকটি হোর্ডিং। যদিও তাতে দর্শকদের কারোর কোনওরকম ক্ষতি হয়নি। কিন্তু এমন চিত্র যে সকলের মনেই বেশ আতঙ্কের সৃষ্টি করেছে তা বলার অপেক্ষা রাখে না। এদিন অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচ বেশ কয়েতবার বৃষ্টির জন্য বন্ধ থেকেছে। সেইসঙ্গেই ছিল ঝোরো হাওয়াও। তাতেই স্টেডিমে তাকা বেশ কয়েকটি হোর্ডিং ভেঙে পড়েছে।
সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় এবার ভাইরাল হয়েছে। এদিন লখনউয়ের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানেই শেষপর্যন্ত বৃষ্টির সঙ্গে হঠাত্ই ঝোরো হাওয়া সুরু হয়েছিল। আর তাতেই স্টেডিয়ামের বেশ কয়েকটি হোর্ডিং ভেঙে পড়ে। এমন পরিস্থিতি দেখে মাঠে থাকাৈ ক্রিকেটাররাও খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন। যেখানে অবশ্য ভেঙে পড়েছিল সেই জায়গা থেকে দর্শকরাও সরে গিয়েছিলেন। সেখানে উপস্থিত থাকা কেউই সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। পরিস্থিতিও খুব ভালভাবেই সামলেছেন স্টেডিয়ামের কর্মীরা।
শ্রীলঙ্কা এই ম্যাচে ২০৯ রানেই শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়া
এমন ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামের কর্মীরা সেই পরিস্থিতি সামাল দিয়ে দিয়েছিলেন। সেই জায়গা পরিষ্কার করতেও খুব একটা বেশী সময় নেয়নি তারা। এদিন পাথুম নিসাঙ্কা এবং কুশল পেরেরার হাত ধরে শ্রীলঙ্কা শুরুটা বেশ ভালভাবেই করেছিল। যেভাবে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ১২৫ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিল, তাতে শ্রীলঙ্কা এদিন ৩০০ রানের গন্টী টপকে গেলেও হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকত না। কিন্তু এই দুই ব্যাটার সাজঘরে ফেরার সঙ্গেই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়ার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অ্যাডাম জাম্পা। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা স্পিনার। এক ওভারে কুশল মেন্ডিস ও সাদিরা সামাবিক্রমার মতো দুই তারকাকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
Due to strong winds, hoardings are falling all over Lucknow’s Ekana Stadium.
Spectators running for safety.#CWC23 #AUSvSL #WorldCup2023 #Lucknow @BCCI @ICC pls remove these banners before the next match. pic.twitter.com/xxoqK775jK
— Ali Taabish Nomani (@atnomani) October 16, 2023
অ্যাডাম জাম্পার এই পারফরম্যান্সটাই যে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফিরিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এরপর থেকে শ্রীলঙ্কার আর অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচের রাশ নিজেদের দখলে নিতে পারেনি। এরপরই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে ধাক্কাটা দিয়েছিলেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার এই ধাক্কাগুলো আর সামাল দিতে পারেনি শ্রীলঙ্কা বাহিনী। বিরাট রানের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শেষপর্যন্ত ২১০ রানেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা বাহিনী। অস্ট্রেলিয়ার সামনে যে সহজ লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না।
The post অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচের মাঝে ঝোরো হাওয়ায় ভেঙে পড়ল লখনউ স্টেডিয়ামের হোর্ডিং appeared first on CricTracker Bengali.










