Team India. ( Photo Source: X(Twitter) )
শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জয়ের সঙ্গে টি টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে ভারতীয় দল। অজি বাহিনীকে ২০ রানে হারানোর সঙ্গেই নতুন বিশ্ব রেকর্ডের মালিক ভারত। পাকিস্তানের রেকর্ড ভেঙে টি টোয়েন্টিতে এক নতুন রেকর্ড গড়লেন সূর্যকুমার যাদবরা। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ রানে জয়ের পরই টি টোয়েন্টি ফর্ম্যাটে ১৩৫টি ম্যাচ জিতেছে ভারতীয় দল। সেই জয়ের সঙ্গেই পাকিস্তানকে টপকে এই তালিকায় শীর্ষস্থানে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া।
ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে নেমেছে ভারতীয় দল। শুক্রবার ২০ রানে অস্ট্রেলিয়াকে হারানোর পরই সিরিজ পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে তরুণ ক্রিকেটারদের দিয়ে দল সাজিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়র সদস্যদের বিশ্রাম দেওয়া হয়েছিল। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব রয়েছে সূর্যকুমার যাদবের ওপর।
প্রথম দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে যাচ্রা শুরু করেছিল টিম ইন্ডিয়া। পরপর দুই ম্যাচেই ুদর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান করলে সেখানেই তাদের জয়ের রথ থেমে গিয়েছিল। সেই ম্যাচ জিতে সিরিজে ফিরেছিল অস্ট্রেলিয়া। তবে ভারতের সিরিজ জয়ের জন্য় খুব একটা বেশী অপেক্ষা করতে হয়নি। চতুর্থ ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে জয়ের সঙ্গেই পাকিস্তানের রেকর্ডও ভেঙে দিয়েছে ভারতীয় দল। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মঞ্চে সর্বোচ্চ ১৩৫টি টি টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে ভারতের।
সর্বোচ্চ আন্তর্জাতিক টি টোয়েন্টি জয়ের রেকর্ড
ভারত – ১৩৫
পাকিস্তান – ১৩৫
নিউ জিল্যান্ড – ১০৩
অস্ট্রেলিয়া – ৯৫
দক্ষিণ আফ্রিকা – ৯৫
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মঞ্চে ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ডই ১০০টির ওপর টি টোয়েন্টি ম্যাচ জিতেছে। তাদের পরই চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এবার এই তালিকাতেই সবার ওপরে নিজেদের জায়গা পাকা করে ফেলল ভারতীয় দল। চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট রানে পৌঁছতে না পারলেও, জয় এসেছিল ভারতীয় দলের পক্ষেই। সেই ম্যাচেও ভারতের হয়ে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন রিঙ্কু সিং। শেষ ম্যাচেও ভারত অস্ট্রেলিয়াকে হারাতে পারে কিনা সেটাই এখন দেখার।
The post অস্ট্রেলিয়াকে হারিয়ে সর্বোচ্চ টি২০ ম্যাচ জয়ের রেকর্ড ভারতের appeared first on CricTracker Bengali.










