IND vs AUS. (Photo Source: Pankaj Nangia/Getty Images)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এই সিরিজটিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। অভিজ্ঞ ভারতীয় স্পিনার অমিত মিশ্র বলেছেন যে সূর্যকুমার যাদব প্ৰথম টি-২০ ম্যাচটিতে অধিনায়কত্বের চাপ খুব ভালোভাবে সামলেছিলেন।
টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদবের রেকর্ড খুবই ভালো। ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথম টি-২০ ম্যাচে নিজের ফর্ম বজায় রাখতে সক্ষম হয়েছিলেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার। তিনি ৪২ বলে ৮০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন এবং ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। তিনি ৯টি চার এবং ৪টি ছয় সহ এই রান করেছিলেন। দুই ওপেনার রুতুরাজ গায়কওয়াড় এবং যশস্বী জয়সওয়ালের উইকেট শুরুতেই হারিয়ে ফেলেছিল ভারত। তবে সূর্যকুমার যাদব এবং ইশান কিষান অস্ট্রেলিয়ার বোলারদের ম্যাচে প্রভাব বিস্তার করতে দেননি। তারা দুজনে মিলে ১১২ রানের একটি ঝোড়ো পার্টনারশিপ করেছিলেন। ইশান কিষান ৩৯ বলে ৫৮ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। তিনি এই ইনিংসে ২টি চার এবং ৫টি ছয় মারতে সক্ষম হয়েছিলেন।
অমিত মিশ্র বলেন, “প্রথম টি-২০-তে তিনি অধিনায়কের নক খেলেছেন। তিনি তার শক্তিমত্তা অনুযায়ী খেলেছেন এবং তার পদ্ধতিতে কোনো পরিবর্তন করেননি। ভারত যখন বোলিং করছিল তখন তার উপর অধিনায়কত্বের চাপ স্পষ্ট ছিল, কিন্তু যখন তিনি ব্যাট করতে এসেছিলেন তখন তিনি সত্যিই শান্ত ছিলেন। তার একই পদ্ধতি বজায় রেখে এগিয়ে যাওয়া উচিত।”
রিঙ্কু সিং একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন
ভারত শেষের দিকে পরপর অনেকগুলি উইকেট হারিয়ে ফেলেছিল এবং অস্ট্রেলিয়া ম্যাচে দারুণভাবে কামব্যাক করেছিল। কিন্তু রিঙ্কু সিংয়ের ১৪ বলে অপরাজিত ২২ রানের ইনিংস শেষমেশ ভারতকে জয় এনে দিয়েছিল। শেষ ওভারে বল করছিলেন শন অ্যাবট। জয়ের জন্য সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলের ১ বলে ১ রানের প্রয়োজন ছিল। রিঙ্কু সিং সামনের দিকে একটি ছয় মারেন তবে বলটি নো হওয়ায় তাকে ২২ রান করেই সন্তুষ্ট থাকতে হয় এবং ভারত ১ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে যায়।
২৬শে নভেম্বর, রবিবার, তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে নাকি ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন দল সিরিজে কামব্যাক করবে, সেটাই এখন দেখার বিষয়।
The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথম টি-২০ ম্যাচে অধিনায়কত্বের চাপ খুব ভালোভাবে সামলেছেন সূর্যকুমার যাদব, বলেছেন অমিত মিশ্র appeared first on CricTracker Bengali.










