Moeen Ali. ( Image Source: Twitter )
ঘরের মাঠে অ্যাশেজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৯ রানে জিতে নিয়েছে ইংল্যান্ড। ঘরের মাঠে সিরিুজ হারে এড়ানোর পাশাপাশি সিরিজ ড্র করেই মানরক্ষা করেছে ব্রিটিশ বাহিনী। সেই মঞ্চে দাঁড়িয়েই এবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মোঈন আলির। শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে অসাধারণ বোলিং করেছিলেন তিনি। আর তাতেই কার্যত ইংল্যান্ডের জয়ের রাস্তাটা আরও প্রশস্ত হয়েছিল। সেইসঙ্গে এবার আর দলে ফেরার জন্য বেন স্টোকস মেসেজ করলে তার উত্তর আর তিনি দেবেন না। খানিকটা মজা করেই বলেছেন মোঈন আলি।
গতবার অস্ট্রেলিয়ার ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ হেরে ফিরতে হয়েছিল ব্রিটিশ বাহিনবীকে। এরপরই ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন জো রুট। সেই জায়গাতেই এবার ইংল্যান্ডের অধিনায়ক হয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বেন স্টোকস। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের মঞ্চে নেমেচিল ব্রিটিশ বাহিনী। সেখানেজযের লক্ষ্যেই ছিল ইংল্যান্ড। যদিও শেষপর্যন্ত ড্র করেই ফিরতে হয়েছে তাদের।
শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট পেয়েছিলেন মোঈন আলি
এই সিরিজ শুরু হওয়ার আগেই ইংল্যান্ড শিবিরে ফেরানো হয়েছিল তারকা ক্রিকেটারক মোইন আলিকে। ২০২১ সালে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছঠিলেন ইংল্যান্ডের এই তারকা স্পিনার মোঈন আলি। কিন্তু ঘরের মাঠে অ্যাশজ জিততে ইংল্যান্ড ছিল মরিয়। সেখানেই অস্ট্রেলিযার বিরুদ্ধে ঘরেরমাটেজয়ের জন্য মোঈন আলিকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। মোঈন আলির সঙ্গে আলদাভাবে কথাবলেন বেন স্টোকস। তাঁর সঙ্গে কথা বলার পরই ইংল্যান্ড শিবিরে ফেরার সিদ্ধান্ত নেন মোঈন আলি। এই সিরিজে ইংল্যান্ডের হয়ে বাল পারপরম্যান্স দেখিয়েছেন তিনি। সিরিজড্রয়ের পরই ফের অবসরের সিদ্ধান্ত নিলেন মোঈন আলি।
অবসরের মঞ্চে মোঈন আলি জানিয়েছেন, “এবার যদি বেন স্টোক আমায় মেসেজ করেন তবে আমি সেই মেসেজ ডিলিট করে দেব। এটা সত্যিই একটা অসাধারণ অনুভূতি। প্রত্যাবর্তনটা সবসময়ই আনন্দের, সেইসঙ্গে খানিকটা চিন্তারও ছিল কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তেমন ভাল পারফরম্যান্স আমি দেখাতে পারিনি। স্টোকস যখন আমায় জিজ্ঞাসা করেছিল সেি সময়আমি ভেবেছিলাম যে কেন পারব না। কারণ এমি একটি ভাল স্কোয়াডের সদসদ্য হতে চলেছি। সেখানেই আমি বিশ্বস করতাাম যে সবকিছু ঠিকভাবে করতে পারব”।
এবারের অ্যাশেজে ইংল্যান্ডের হয়ে একজন ভাল অল রাউন্ডারের ভূমিকায় দেখা গিয়েছে মোঈন আলিকে। সেইসঙ্গে ইংল্যান্ডের হয়ে কেরিয়ারের ২০০ টি টেস্ট উইকেট নেওয়ারক নজিরও গড়েছিলেন তিনি। তবে অ্যাশেজ শেষ হওয়ার সঙ্গেই এবারের টেস্ট কেরিয়ারেও ইতি টানলেন এই তারকা স্পিনার।
The post অ্যাশেজ সিরিজ ড্র হওয়ার পরই টেস্ট থেকে অবসরের ঘোষণা মোঈন আলির appeared first on CricTracker Bengali.