David Warner. (Photo Source: Twitter)
পরপর দুই ম্যাচ জিতলেও হেডিংলীতে অস্ট্রেলিয়ার বিজয়রথ থামিয়ে দিয়েছে ইংল্যান্ড। বেন স্টোকস, মার্ক উড়দের হাত ধরে দুরন্ত কামব্যাক করেছে তারা। যদি্ও সিরিজে এখনও পর্যন্ত এগিয়েরয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টে ইঅংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে নামবে অস্ট্রেলিয়া। সেখানেই অস্ট্রেলিয়ার প্রথম একাদশ কী হতে পারে তা নিয়ে একটা জল্পনা চলছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে ডেভিড ওয়ার্নার সুযোগ পাবেন কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এই ম্যাচের ওপেনিংয়ে ওয়ার্নারের সুযোগ হওয়া নিয়েই ধন্দ দেখা দিয়েছে।
চলতি অ্যাশেজ সিরিজে এখনও পর্যন্ত নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি ডেভিড ওয়ার্নার। বরং একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। শেষ ম্যাচে হেডিংলীতেও নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি ডেভিড ওয়ার্নার। তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ডেভিড ওয়ার্নারের রান ছিল মাত্র ৫। প্রথম ইনিংসে তিনি ৪ রানে সাজঘরে ফিরেছিলে। দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নার মাত্র ১ রানই করতে পেরেছিলেন। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৫ রান করেছেন ডেভিড ওয়ার্নার
শেষ ম্যাচে অস্ট্রেলিয়া শিবিরে ফিরেছিলেন তারকা ক্রিকেটার মিচেল মার্শ। সেই ম্য়াচেই অস্ট্রেলিয়ার সেঞ্চুরী ইনিংসও খেলেছিলেন তিনি। চারবছর পর টেস্টের মঞ্চে বেশ ভাল পারফরম্যান্সই প্রদর্শন করছেন তিনি। আর সেই পারফরম্যান্স দেখার পরই যে তাঁকে ওপেনিংয়ে খেলানোর একটা ভাবনা রয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। এই ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার প্রথম একাদশ যে বদল হতে পারে তার ইঙ্গিত কিন্তু অজি অধিনায়ক প্যাট কামিন্সের কথা থেকেই পাওয়া যাচ্ছে।
তিনি জানিয়েছেন, “এই ম্যাচে নামার আগে পিচের দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের এরপর নিজেদের মধ্যে আলোচনার পরই প্রথম একাদশ নির্বাচন করে নেব আমরা। একইসঙ্গে ক্যামেরণ গ্রীণ ও হেজেলউডের সুস্থ হয়ে ফিরে আসাটা দল নির্বাচনের কাজটা খানিকটা হলেও আমাদের কাছে কঠিন কের দিয়েছে। অস্ট্রেলিয়ার শেষম্যাচে অ্যাশেজের ফলাফল নির্ভর করুক সেটা সবসময়ই এড়ানোর লক্ষ্যে রয়েছে”।
ক্যামেরণ গ্রীণ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। কিন্তু এখন তিনি অস্ট্রেলিয়া শিবিরে ফিরে এসেছেন। সেইসঙ্গে মিচেল মার্শ টেস্ট দলে ফিরে্ই সেঞ্চুরী ইনিংস খেলেছেন। সেটা যে ডেভিড ওয়ার্নারের প্রথম একাদশে থাাকা নিয়ে একটা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ওল্ড ট্র্যাফোর্ডে শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
The post অ্যাশেজের চতুর্থ টেস্টে ডেভিড ওয়ার্নারের খেলা ঘিরে সংশয় appeared first on CricTracker Bengali.