Delhi Capitals. (Photo Source: IPL)
কয়েকদিন আগেই শেষ হয়েছে এবারের আইপিএলের মিনি নিলাম। সেখানেই সকলের নজর চিল দিল্লি ক্যাপিটালস কেমন দল করে। কারণ কলকাতা নাইট রাইডার্সের পর তারাই সবচেয়ে বেশী ক্রিকেটার ছেড়েছিল। এবারের নিবাম থেকে ৯ জন ক্রিকেটারকে তুলেও নিয়েছে দিল্লি ক্যাপিটালস। সেখানেই দিল্লি ক্যাপিটালসের অন্যতম প্র্ধান চমক হল হ্যারি ব্রুক ও ঝাই রিচার্ডসন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার এই দুই তারকা ক্রিকেটারকে দলে তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এছাড়াও বিভিন্ন জায়গার জন্য আরও কয়েকজন ক্রিকেটারকে দলে তুলে নিয়েছে তারা।
আগামী বছর হবে ইপিএল। এবারের আইপিইএলের নিবামেই দিল্লি ক্যাপিটালসের টেবিলে উপস্থিত ছিলেন তাদের অধিনায়ক ঋষভ পন্থ। সবকিছু ঠিকঠাক চললে এবারই দিল্লি ক্যাপিটালস শিবিরের অধিনায়ক হয়ে ফের একবার আইপিএলের মঞ্চে ফিরতে চলেছেন এই তারকা ক্রিকেটার। অধিনায়ক ঋষভ পন্থের ফেরাটা যে দিল্লি ক্যাপিটালস শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
শেষবারের আইপিএলের মঞ্চে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি দিল্লি ক্যাপিটালস। ২০২২ সাল ও ২০২৩ সালে পরপর দুবাই আইপিএলের লিগ পর্ব টপকাতে ব্যর্থ হয়েছিল তারা। এবার সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা।
শক্তি
এবারের আইপিএলের মঞ্চে দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে শক্তিশালী দিক হল তাদের ব্যাটিং লাইনআপ। বিশেষ করে টপ অর্ডার থেকে মিডল অর্ডার। ওপেনিংয়ে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বি শ। গতবার পৃথ্বী শ ভাল পারফরম্যান্স করতে না পারলেও এবারের ইংল্যান্ড ওয়ানডে কাপে তিনি ৪২৯ রান করেছিলেন। সেখানেই তাঁর ব্যাট থেকে দেখা গিয়েছিল একের পর এক বড় রানের ঝলক। অন্যদিকে ডেভিড ওয়ার্নারও দুরন্ত ফর্মে রয়েছন। এবারের বিশ্বকাপের মঞ্চে ৫৩৫ রান রয়েছে ডেভিড ওয়ার্নার। এছাড়া দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডারে রয়েছেন মিচেল মার্শ। এবার দলে এসেছেন হ্যারি ব্রুকের মতো তারকা ক্রিকেটার।
দুর্বলতা
দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে দুর্বলতার জায়গাটা হল তাদের ফিনিশাপের অভাব। ঋষভ পন্থ ছাড়া কোনও ক্রিকেটারই দিল্লি ক্যাপিটালসের ফিনিশারের ভূমিকা পালন করতে পারেনি। গতবার অক্ষর পটেলকে ব্যবহার করা হলেও তিনি সেই কাজ সঠিকভাবে করতে পারেননি।
সুযোগ
এবার দিল্লি ক্যাপিটালস শিবিরে রয়েছেন হ্যারি ব্রুক, শাই হোপদের মতো তারকা ক্রিকেটার। যারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করেছেন সেরা পারফরম্যান্স দেখিয়ে। সেইসঙ্গে বিশ্ব ক্রিকেটে ম্যাচ উইনার হিসাবেই পরিচিতি রয়েছে তাদের।
চিন্তার কারণ
দিল্লি ক্যাপিটালসের চিন্তার একটাই কারণ রয়েছে। আর তা হয় চোট সমস্যা। অ্যানরিখ নর্খিয়া তাদের হয়ে এবারও খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই।
The post আইপিএল ২০২৪-এ দিল্লি ক্যাপিটালসের শক্তি থেকে দুর্বলতা appeared first on CricTracker Bengali.










