ICC Logo for ICC ODI World Cup 2023. (Photo Source: Twitter)
বিশ্বকাপের সূচী আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। সেই থেকেই এবারের বিশ্বকাপ নিয়ে উত্তেজনবার পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সময় জানার পর থেকেই আরও বেশী উন্মাদনা বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতেই এবার বিশব্কাপের টিকিট বিক্রি নিয়ে বড়সড় আপেডেট বিসিসিআইয়ের তরফে।সবকিছু ঠিকঠাক চললে আগামী ১০ অহস্টথেকেই শুরু হতে পারে বিশ্বকাপের টিকিট বিক্রিষ র তাতেই যে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা রো বেশ খানিকটা বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
গত বৃহস্পতিবার অন্যান্য় রাজ্য সংস্থাগুলোর সঙ্গে বৈছঠকে বসেছিলেন বিসিসিইয়ের সচিব জয় শাহ। সেখানেই টিকিটের দাম নিয়ে নানান আলোচনা হয়েছে। এখমনও পর্যন্ত বেশ কয়েকটাক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের টিকিটের দামং নিরপ্ধারিত করেনি। আগামী ৩১ জুলািয়ের মদ্যেই সেই দাম নির্ধারণ করে বিসিসিআইয়ের কাছে জানিয়ে দিতে হবে। এরকপর ১০ অগস্ট থেকেই শুরু হয়ে যেতে পরে বিশ্বকাপের টিকিট বিক্রি। সেইসঙ্গে বিভিন্ন স্টেডিয়.ামেওএখন চলছে জোরকদমে ম্যাচের প্রস্তুতি।
গত বৃহস্পতিবারই সকলের সঙ্গে বৈঠকে বসেছিলেন সচিব জয় শাহ
এখনও পর্যন্ত বিশ্বকাপের সূচী অনুযায়ী গামী ১৫ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে দেখা হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। শোনাযাচ্ছেসেই ম্যাচেরই নাকি দিন বদজলে যেতে পারে এবার বিশ্বকাপের মঞ্চে। ১৫ অক্টোবরের বদলে অন্যদিন হতে পারে বিশ্বকাপের ম্যাচ। কারণ সেদিন গুজরাতে সুরু হবে নবরাত্রি। সেই কারণে সেদিন পুলিশ পর্যাপ্ত নিরপাপত্তা দিতে পারবে কিনা তা নিয়েইএকটা সমস্যাদেকৈা গিয়েছে। আর সেই তারণেই বদলে যেতে পারে এই হই ভোল্টেজ ম্যাচের দিন। তবে কবেে হতে পারে সেি ম্যাচতা এখনও পর্যন্ত জানানো হয়নি।
অন্যদিকে বিশ্বকাপের সূচীঘোষণার পর থেকেই নানান স্টেডিয়ামের সেজে ওঠার কাজ আরও জোরকদমে শুরু হয়ে গিয়েছে। সেই সময়ই সিএবির তরফে তাদের সবাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় টিকিটের দাম জানিয়ে দিয়েছিলেন। লেই থেকেই সুরু হয়েছিল নাানান আলোচনা। অন্যদিকে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জ্য এখনথেকেই তো আহমেদাবাদে ক্রিকেট ভক্তরা হোটেল বুক করতে শুরু করে দিয়েছে। এবার বিসিসিআইও কার্যত টিকিট বিক্রির সময় নির্ধারিত করে ফেলেছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী ১০ অগস্ট থেকে শুরু হতে চলেছে টিকিট বিক্রি।
নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে রাজ্য সংস্থা গুলোকে আইসিসি ও বিসিসিআইকে ৩০০টি কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হবে। যদিও সেমিফাইনালের ক্ষেত্রে অবশ্য সেই কমপ্লিমেন্টারি টিকিটের সংখ্যা বাড়বে বলেই শোনাযাচ্ছে।
The post আগামী ১০ অগস্ট থেকে শুরু হতে পারে ওডিআই বিশ্বকাপের টিকিট বিক্রি appeared first on CricTracker Bengali.